এখান থেকে জানুন JSC, SSC, HSC-এর রেজাল্ট !!

সাধারণত রেজাল্ট যেদিন প্রকাশ করা হয় সেদিন educationboardresults.gov.bd ওয়েবসাইটটি খুব ব্যস্ত থাকে। তাই অনেকে ঢুকতেই পারেন না। তারা এখান থেকে সবার থেকে আগে বোর্ড পরীক্ষার রেজাল্ট জেনে নিতে পারবেন। এখানে খুব কম সময়ে পেজ LOAD নিবে।


কিভাবে নিজের আপনজনদের Track করবেন।(শুধুমাত্র Banglalink-এর জন্য)

পিতা-মাতা, বড় ভাই, বড় বোন বা অন্যান্য অভিভাবকেরা চাইলেই আপনার নিজের সন্তান, ছোট ভাই বা বোনদের-কে Track করতে পারবেন। এখন যে Tricks টি দেখাবো এতি শুধুমাত্র Banglaink নাম্বারের জন্য প্রযোজ্য। তবে আপনাকে আগে থেকে ওই সিম সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। অথবা তাকে কোন রকম ভাবে বুঝিয়ে সুজিয়ে তথ্য গুলো জোগাড় করে রাখতে হবে।
যেমনঃ- পরবর্তীতে সিমটিতে কিছু মেসেজ যাবে, এগুলো সংগ্রহ করে রাখা ইত্যাদি। 
এখন জেনে নিন কিভাবে এই কাজটি আপনি সম্পন্ন করবেন। প্রথমে ঐ সিম থেকে “reg” লিখে 9876 নাম্বারে একটি মেসেজ Send করতে হবে।তারপর সিমটিতে একটি SMS আসবে যাতে একটি পাসওয়ার্ড দেয়া হবে। এবার আপনি নিচের

অনলাইনে বর্ণমালা সিমের জন্য আবেদন কিভাবে করবেন দেখে নিন।

অনলাইনে বর্ণমালা সিমের জন্য রেজিষ্ট্রেশন করবেন যেভাবেঃ
১) SMS পদ্ধতিঃ যেকোন টেলিটক নাম্বার থেকে নিম্নোক্ত ফরমেটে 16222 নাম্বারে SMS করতে হবে। ফরমেটঃ BOR<space>Board(First 3 letters)<space>Roll<space>SSC Passing Year<space>Mobile No।
উদাহরণঃ BOR DHA 12345 1995 0155XXXXXXX লিখে

Kaspersky Antivirus বা Internet Security-এর জন্য Trial Reset ডাউনলোড করে নিন।

যারা Kaspersky Anti-Virus বা Internet Security-এর Trial version ব্যবহার করেন। তারা ইচ্ছা করলেই আপনার Antivirus সফটওয়্যারটির Trial Version আজীবন ব্যবহার করতে পারেন। ফাইলটি Password Protect করা কারন Kaspersky ফাইলটিকে Band করেছে। তাই খেয়াল রাখুন Kaspersky সফটওয়্যারটিকে Delete করে না দেই। কিভাবে Kaspersky Antivirus বা Internet Security-এর জন্য Trial Reset করবেন, টা নিচের Video-টি দেখে শিখে নিন।

Trial Reset For Kaspersky সফটওয়্যারটি নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।

কিভাবে Official Windows 8.1 ডাউনলোড করবেন।

বাংলাদেশ থেকে Officially Windows 8.1 ডাউনলোড করা যেতো না। অনেকেই হয়তো চেষ্টা করে দেখেছেন Officially Windows 8.1 ডাউনলোড করার। কিন্তু সম্ভব হয়নি। আজ আপনাদেরকে আমি শেখাবো কিভাবে Windows 8.1 Officially Microsoft-এর Website থেকে ডাউনলোড করবেন। এর জন্য প্রথমে নিচের লিঙ্ক থেকে

Windows 8.1-এ কিভাবে Netspeedmonitor Install করবেন।

Netspeedmonitor-কি সেটা সম্পর্কে আমি আগে একটি পোস্ট করেছিলাম। যারা পোস্টটি দেখেননি তারা নিচের লিংক থেকে দেখে নিতে পারবেন সফটওয়্যারটি কি এবং কি কাজে লাগে এবং কিভাবে ব্যবহার করতে হবে।
সফটওয়্যারটি Windows 8 বা Windows 8.1-এ Install করা সম্ভব হয়না। এখন আপনাদের দেখাবো কিভাবে Windows 8 বা Windows 8.1-এ এই

কিভাবে আপনার পিসির সব ধরনের Removal Storage-এর Autorun বন্ধ করবেন।

আমরা যারা কম্পিউটার ব্যবহার করি তারা সবাই Pendrive বা CD/DVD ব্যবহার করে থাকি। অনেক সময় Pendrive বা CD/DVD-তে Virus থাকে। তাই কম্পিউটারে Pendrive বা CD/DVD সংযুক্ত করার সাথে সাথে Autorun চালু থাকার কারনে Virus গুলো পিসির ভিতর Copy হয়ে যায়। যেহেতু এটি Autorun চালু থাকার কারনে হয়, তাই কম্পিউটারের Autorun বন্ধ করলে এই সমস্যাটা আর হয় না। আজ তাই আপনাদের কোন রকম সফটওয়্যার ছাড়াই কিভাবে Autorun বন্ধ করা যায় টা শেখাবো।
  1. প্রথমে Windows+R Press করে Run চালু করুন।
  2. এবার এখানে gpedit.msc টাইপ করে Enter প্রেস করুন।
  3. এখান থেকে Computer Configuration-এর মধ্যে থেকে

Processor-এর সব গুলো Core ব্যবহার করে CPU-এর Speed বাড়িয়ে নিন।

আমরা যারা পিসি ব্যবহার করি তারা অনেকেই হয়ত Core Processor ব্যবহার করে থাকি। যেমন Core 2 Duo, Dual Core, Core 2 Quad, এছাড়াও Generation Processor তো আছেই। যেমন Core i3, i5, i7 ইত্যাদি। কিন্তু মনে হয় ৯৫% ব্যবহারকারিই জানেন না কিভাবে Processor-এর সব গুলো Core ব্যবহার করে আপনার CPU থেকে সম্পূর্ণ Speed পাবেন। ভাই Core যদি সব কয়টা ব্যবহারই না করতে পারেন তাহলে Core Processor ব্যবহার করে লাভ কি? যদিও কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো নিজে থেকেই সব গুলো Core ব্যবহার করার Settings Configure করা থাকে।

Windows 8 বা 8.1-এর জন্য .Net FrameWork 3.5 with 3.0 and 2.0 Activate করে নিন।

আমরা অনেকেই এখন Window 8 বা Windows 8.1 ব্যবহার করি। কিন্তু এই Operating System দুটিতে কিছু সফটওয়্যার চালাতে গেলে .Net Framework 3.5 with 3.0 and 2.0 Install চেয়ে নিচের মত একটি Windows Open হয়।
কিন্তু Install দিতে গেলে Internet Connection-এর প্রয়োজন হয়। যাদের Internet Connection থাকে না তারা সফটওয়্যারটি ব্যবহার করাই হয়তো বাদ দিয়ে দে

বাড়িয়ে নিন আপনার Broardband ইন্টারনেট Speed।(Username & Password System)

সাধারনত যারা Username এবং Password এর মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তারা Advance IP Scanner সফটওয়ারটির মাধ্যমে IP Change করে নেটের Speed বাড়াতে অসুবিধাই পড়েন। কিন্তু সত্যি বলতেকি আমি এখনো এমন কোন হ্যাকিং Tutorial খুজে পাইনি যার মাধ্যমে Username ও Password System-এর Broadband Service Provider-এর Speed হ্যাক করা যায়।। তবে নিচের Tutorial-টি দেখতে পারেন। আপনার Broadband-এর Speed আগের থেকে কিছুটা হলেও বাড়তে পারে।
  1. প্রথমের Windows+R চেপে Run চালু করুন।
  2. তারপর এখানে লিখুন gpedit.msc এবং Enter প্রেস করুন।
  3. তাহলে আপনার সামনে Local Group Policy Editor নামে

কিভাবে Privacy দেয়া Facebook Profile Picture Unlock করবেন।

প্রথমেই সেকল বন্ধুগন কে সতর্ক করে বলছি- কারো কোন রকম ক্ষতি করার উদ্দেশ্য আমার নেই, তাই এই টিউনটির মাধ্যমে কারো কোন রকমের ক্ষতি করবেন না।
আমি পোস্টটি করছি আপনাদেরকে সুধুমাত্র ছোট একটা Tricks শেখানোর জন্য। আমরা অনেকেই যারা ফেসবুক ব্যবহার করি তারা অনেক Friends-এর Profile Picture-এ privacy দেয়া দেখতে পাই। এবং এর কারনে তার Profile Picture-টি আমরা সম্পূর্ণরুপে দেখতে পারি না। কিন্তু আজ আপনাদেরকে দেখাবো কিভাবে তার Profile Picture-টির Original Size-এ দেখতে পাবেন। তবে এর জন্য আপনাকে কিছুটা ঝামেলা ভোগ করতে হবে।
প্রথমেই বলে রাখি এর জন্য আপনাকে

Official Google Chrome Offline Installer ডাউনলোড করে নিন।

আমরা অনেকেই Google Chrome ব্যবহার করি। কিন্তু Google-এ সার্চ করে যে সেটআপ ফাইলটি পাওয়া যায় তার মাধ্যমে সেটআপ দিতে গেলে Internet Connection লাগবেই। কিন্তু এটি অনেকের কাছেই বিরক্তিকর লাগতে পারে। আজ আপনাদের এই বিরক্তি দূর করার জন্য Google-এর Official Offline Installer লিংক শেয়ার করছি। এখান থেকে আপনি আপনার পছন্দের Windows Architecture অনুযায়ী সেটআপ ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। নিচের লিংক থেকে Official Google Chrome Offline Installer ডাউনলোড

Adobe Photoshop CC-এর সকল (Offline) Update File ডাউনলোড করে নিন।

যারা Adobe Photoshop-এর Latest Version-গুলো ব্যবহার করেন। তারা অনেকেই হয়তো খেয়াল করেছেন এটি একটি Update চায়। Update-টি দেয়া অনেকটাই বিরক্তিকর। কারন এটি ঠিক ভাবে ডাউনলোড করা যায় না, অথবা ফুল Speed-এ ডাউনলোড করা যায় না। আবার ডাউনলোড করলেও Update-টিকে Backup নেয়া যায় না। অনেকে Operating System Setup দিলে আবার এই Update করার প্রয়োজন হয়। যেটা অনেকটাই বিরক্তিকর।
আজ আপনাদের সাথে Adobe Photoshop-এর সব গুলো Version-এর Offline Update লিংক শেয়ার করবো। এখান থেকে Update গুলো ডাউনলোড করে রাখলে আপনি খুব সহজেই Adobe Photoshop কে যখন

আসুন জেনে নিই যমজ সন্তান কেন হয়? ও এর ফলে কি কি সমস্যা দেখা দিতে পারে !!

গর্ভবতী মায়েরা অনেক সময় দুই বা ততোধিক সন্তান জন্ম দিয়ে থাকেন। আসুন জেনে নিই কি কি কারনে যমজ সন্তান হয়? এবং যমজ সন্তান হলে মা ও শিশুর শরীরে কি কি সমস্যা দেখা দিতে পারে?
যমজ সন্তান দুই ধরনের কারনে হয়ঃ
১। যমজ সন্তান দুইটি ভিন্ন ভিন্ন ডিম্বক থেকে জন্ম নিতে পারে। এধরনের ফলাফল চিকিৎসাজনিত কারনেই বেশির ভাগ সময় হয়ে থাকে। যেমনঃ বন্ধাত্তের চিকিৎসার জন্য মায়ের গর্ভাশয়ে অনেক গুলো ডিম্বক প্রবেশ করানো হয় যার ফলে একই সময়ে একের অধিক ডিম্বক নিষিক্ত হয়ে পড়ে। আর এর ফলে যমজ

Temple Run OZ ডাউনলোড করে নিন।

আমরা অনেকেই Temple Run গেমটি খেলেছি। Temple Run-এর আরও একটি গেম যার নাম Temple Run OZ. এটিও হয়তো অনেকেই খেলে থাকবেন। কিন্তু আশ্চর্যজনক হলেও সত্যি যে গেমটি Google Play Store থেকে ডাউনলোড করতে হলে কিছু $ ডলার ব্যয় করতে হয়। যা অনেকের পক্ষেই সম্ভব নয়। তাই আমি আজ আপনাদের জন্য গেমটি বিনামুল্যে নিয়ে হাজির হয়েছি। নিচের লিংক থেকে সরাসরি গেমটি ডাউনলোড

জাফর ইকাবাল স্যারের লেখা সকল বই ডাউনলোড করে নিন।

জাফর ইকবাল স্যারের বই যারা পড়েছেন, তারা সকলেই জানেন যে তার লেখা বই গুলো পড়তে কতটা মজা লাগে। একটা বই পড়তে শুরু করলে যতক্ষণ না বইটা পড়া শেষ হয়, দিন হোক আর রাত হোক বই পড়া শেষ না করে আর উঠতে ইচ্ছা করে না।
আজ যারা জাফর ইকবাল স্যারের বইয়ের ভক্ত তাদের জন্য নিয়ে এসেছি জাফর ইকবাল স্যারের লেখা সব গুলো বই একটি মাত্র ZIP ফাইলের মধ্যে। দেরি না করে এখনই তারা নিচের লিংক থেকে জাফর ইকবাল স্যারের সকল বই ডাউনলোড করে নিন।

ডাউনলোড করে নিন সব থেকে Official ক্রিকেট বিশ্বকাপ ২০১৫-এর Auto Score Update-এর মোবাইল Apps।

ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর Official Apps বের করেছে ICC. সফটওয়্যারটি Android ও IOS মোবাইলের জন্য তৈরি করেছে ICC. সফটওয়্যারটি বিনামুল্যে পাওয়া যাবে। এখন আসুন দেখে নেই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন।

১। বিশ্বকাপ ম্যাচ চলাকালীন প্রতি বলে সবার আগে লাইভ স্কোর আপডেট এবং কমেন্ট্রি।
২। বিশ্বকাপ এক্সক্লুসিভ ম্যাচ সমূহের ভিডিও এবং হাইলাইটস।
৩। অংশগ্রহনকারী পছন্দের ক্রিকেট দলের সকল নিউজ আপডেট।
৪। বিশ্বকাপ টুর্নামেন্টের সকল ধরনের পরিসংখ্যান
৫। বিশ্বকাপ ব্রেকিং নিউজ

400$ ডলারের Google Earth Pro-সফটওয়্যারটি এখনই বিনামুল্যে ডাউনলোড করে নিন।

গত মাসে ৩০ জানুয়ারী Google ঘোষণা দিয়েছে যে Google Earth Professional সফটওয়্যারটি বিনামুল্যে যেকোনো ব্যবহারকারি ব্যবহার করতে পারবে। যে সফটওয়্যারটির দাম 400$. সফটওয়্যার বিনামুল্যে দেয়ার পর থেকে যেকোনো ব্যবহারকারিই এর সকল প্রোফেসনাল Feature ব্যবহার করতে পারবেন। এখন আসি কিভাবে 400$-এর সফটওয়্যারটি বিনামুল্যে ডাউনলোড করে ব্যবহার করবেন।

প্রথমে নিচের লিংকে যেয়ে ফর্মটি পূরণ করতে হবে।তাহলে আপনার ইমেইলে Username ও Key পাঠানো হবে। এবং তারপর আপনাকে এখান থেকেই ডাউনলোড লিংক দেয়া হবে। সফটওয়্যার আপনার পছন্দ মত Format-এ (যেমনঃ পিসি বা মোবাইল ভার্সন) ডাউনলোড করতে পারবেন।

হুমায়ুন আহমেদের ভক্তরা ডাউনলোড করে নিন হুমায়ুন আহমেদের লেখা সকল বই।

হুমায়ুন আহমেদ কে চিনে না বাংলাদেশে হয়তো এমন কোন শিক্ষিত মানুষ পাওয়া যাবে না। হুমায়ূন আহমেদ (১৩ নভেম্বর, ১৯৪৮ — ১৯ জুলাই, ২০১২) বিংশ শতাব্দীর বাঙালি জনপ্রিয় কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম। তাঁকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী শ্রেষ্ঠ লেখক গণ্য করা হয়। তিনি একাধারে ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার। বলা হয় আধুনিক বাংলা কল্পবিজ্ঞান সাহিত্যের তিনি পথিকৃৎ। নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও তিনি সমাদৃত। তাঁর প্রকাশিত গ্রন্থের সংখ্যা দুই শতাধিক।(সুত্রঃ- উইকিপেডিয়া)
যায় হোক হুমায়ুন আহমেদের ভক্তদের জন্য আজ আমি তার প্রকাশিত সকল বই নিয়ে এসেছি। শুধুমাত্র একটি Zip ফাইলের মদ্ধেই পাচ্ছেন হুমায়ুন আহমেদের সকল বই। নিচের লিংক থেকে হুমায়ুন আহমেদের সকল বইসমূহ ডাউনলোড করে নিন।

যারা Desktop PC ব্যবহার করেন তারা CD-DVD Drive খুলুন এবং বন্ধ করুন মাউসের ক্লিকের সাহায্যে।

আপনারা যারা আমার মত অলস তারা এই সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে আপনার CD-DVD Drive খুলতে এবং বন্ধ করতে পারবেন শুধু মাত্র একটি মাত্র মাউসের ক্লিকের মাধ্যমেই। সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করুন।

University ও College-এর Students-এর জন্য টেলিটক নিয়ে এলো আকর্ষণীয় সিম বর্ণমালা !!

টেলিটক শিক্ষার্থীদের জন্য বর্ণমালা সিম নিয়ে আসছে। আসুন এই সিম ব্যবহার করলে করলে একজন শিক্ষার্থী হিসেবে আপনার সুবিধাগুলো কি কি একটু দেখে নিই বা কেন আপনি এই সিম ব্যবহার করবেন।




কল চার্জঃ
  • অন-নেট ৩০ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস)
  • অফ-নেট ৬০ পয়সা/মিনিট (১০ সেকেন্ড পালস)

Alien সম্পর্কে আল-কুরআন কি বলছে আসুন জেনে নিই।

পৃথিবীর বাইরে কি অন্য কোন গ্রহে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব? বিজ্ঞানীরা এখন পর্যন্ত এর গ্রহণযোগ্য কোন উত্তর দিতে পারেননি। যারা বিজ্ঞান নিয়ে বেশি চিন্তা করেন তারা অনেকেই হয়তো এটা চিন্তা করেন আসলেও কি পৃথিবী ছাড়া অন্য কোন গ্রহ, উপগ্রহ বা নক্ষত্রে প্রাণ বা প্রাণের অস্তিত্ব আছে কিনা। অনেকে হয়তো খুব দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে হ্যাঁ পৃথিবীর বাইরেও প্রাণের অস্তিত্ব আছে, একই ভাবে অনেকে দৃঢ়ভাবে বিশ্বাস করেন যে না সৃষ্টিকর্তা শুধুমাত্র পৃথিবীতেই প্রাণী সৃষ্টি করেছেন। এখন আসল ব্যাপার হল যার যার কথাটি প্রমান করা। এখন পর্যন্ত আমাদের Modern Science-এর অনেক অজানা কিছুর সমাধান
করে দিয়েছে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন। যায় হোক আমি সেই দিকে না যায়।

আমাদের পৃথিবী যে ছায়াপথে অবস্থিত তার নাম

Windows-8.1-এর জন্য আপনার পছন্দের Gadget(গ্যাঁজেট)-টি ডাউনলোড করে নিন।{Gadget(গ্যাঁজেট)-টিউন-২}

যারা Windows-8.1 বা Windows-8-এ গ্যাঁজেট ব্যবহার করতে চান তাদের জন্য এর আগে একটি পোস্ট করে ছিলাম, Windows-8.1 বা Windows-8 এর জন্য Gadget বা Sidebar ডাউনলোড করে নিন।
কিন্তু সফটওয়্যারটিতে সামান্য কয়েকটি গ্যাঁজেট ছিল। আজ তাই আপনাদের জন্য একটি ওয়েবসাইটের লিঙ্ক নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনারা খুব সহজেই আপনাদের পছন্দের গ্যাঁজেট ডাউনলোড করে নিতে পারবেন। নিচের লিঙ্ক থেকে আপনাদে

ডাউনলোড করে নিন Winrar V4.0 Full Version সাথে নিয়ে নিন Serial Key.

যারা পিসি ব্যবহার করেন তাদের মধ্যে ৯৫% ব্যবহারকারিই জানেন Winrar কি সফটওয়্যার কি কাজে ব্যবহার করা হয়। অনেকেই হয়ত এটাও জানেন এটি একটি প্রোফেসনাল সফটওয়্যার। মানে সফটওয়্যার অনলাইনে বিনামুল্যে পাওয়া যায় না। এর জন্য আপনাকে কম করে হলেও কিছু Dollar $ গুনতে হয়। যায় হোক আপনাদের কাছে আজ সফটওয়্যারটির Full Version নিয়ে হাজির হয়েছি। সফটওয়্যারটির সাথে থাকছে Serial Key। যার জন্য সফটওয়্যারটিকে কোনরকম Crack বা Patch করার দরকার হবে না। তবে

Dell Laptop ব্যবহারকারিদের জন্য গুরুত্বপূর্ণ একটি Tips & Tricks.

আমরা যারা ল্যাপটপ ব্যবহার করি তাদের কাছে ল্যাপটপটি যত বেশি না দরকারি তার থেকেও অনেক বেশি সখের। আর আমরা অনেকেই এখন Dell-এর ল্যাপটপ ব্যবহার করে থাকি। যারা DELL ল্যাপটপ ব্যবহার করেন তাদের জন্য আজ গুরুত্বপূর্ণ একটি সফটওয়্যার শেয়ার করবো। আগে জেনে নিন কি জন্য আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করবেন, অর্থাৎ সফটওয়্যারটি ব্যবহার করলে কি কি সুবিধা পাবেন। সুবিধা গুলো হচ্ছে--
  1. এর মাধ্যমে আপনারা আপনার ল্যাপটপের Device-গুলো ঠিক মত কাজ করছে কিনা তা ঠিক মত যাচায় করতে

KMSPico-এর মাধ্যমে Windows-8.1 সহ Office-2013-এর Product Key Hack করে নিন।

যারা Windows-8 বা 8.1 ব্যবহার করেন তারা হয়ত অনেকেই জানেন। সফটওয়্যারটির মাধ্যমে Windows-টি Activate করে নিতে হয়। যায় হোক এর মাধ্যমে Microsoft Office 2013-এর সকল সফটওয়্যারগুলোকে Full Version-এ পরিনত করা যায়। সফটওয়্যারটি যাতে আপনাদের খুজে পেতে সমস্যা না হয় তাই আমি আপনাদের সাথে সফটওয়্যারটির লিঙ্ক শেয়ার করছি নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

Game Ranger-এর মাধ্যমে অনলাইনে নিজের বন্ধুদের সাথে অথবা অনালাইনের অন্য যে কারো সাথে 500টি জনপ্রিয় Games খেলুন। (যেমন-NFS, Call of Duty, Battle Field 2 ইত্যাদি)


আমরা অনেকেই পিসিতে Games খেলি আর ভাবি, ইস যদি ঐ বন্ধুর সাথে এই Game টি খেলতে পারতাম তাহলে হয়ত বেশি মজা পেতাম। নতুবা বন্ধুদের মধ্যে মাঝে মাঝেই তর্ক হয় যে আমি তোর থেকে এই গেম টা বেশি ভালো খেলতে পারি। কিন্তু একসাথে তো আর Game টা খেলা সম্ভব হয় না আর তর্ক থেকেi যায়। আর একসাথে Game খেলার জন্যও দরকার হয় LAN Connection-এর। কিন্তু দুই জনের পিসি দুই জায়গাই তাই LAN Configure করাও সম্ভব হয় না। আজ আপনাদের মনের এই ইচ্ছাটা পুরন করার জন্য, আমি আপনাদের জন্য নিয়ে এসেছি, এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি খুব সহজেই নিজের ঘরে বসে, পৃথিবীর আরেক প্রান্তে আপনার বন্ধুর সাথে Games খেলতে পারবেন। এর মাধ্যমে আপনি অনেক

একটি মাত্র Double Click-এ আপনার সকল HDD Drive Refresh করুন।

আজ আপনাদেরকে খুব ছোট কিন্তু কাজে লাগার মত একটি সফটওয়্যার দেবো। যার মাধ্যমে একটি মাত্র Double Click করলেই আপনার সব গুলো HDD Drive-এর সব গুলো Folder Refresh হয়ে যাবে। সফটওয়্যারটি Tree-এর মাধ্যমে কাজ করে। এখান থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

Windows-8.1 বা Windows-8 এর জন্য Gadget বা Sidebar ডাউনলোড করে নিন।



যারা Windows-7 ব্যবহার করেছেন তারা সবাই জানেন Gadget সুবিধাটি কি বা এটা কি কাজে লাগে। কিন্তু Windows-8 বা Windows-8.1 এই সুবিধাটি দেয়া থাকে না। গ্যাঁজেট সুবিধাটি আপনাকে Manually ব্যবহার করতে হবে। এটি একটি আলাদা Application Software. যারা Windows-8.1 বা Windows-8 এ গ্যাঁজেট সুবিধাটি ব্যবহার করতে চান তারা নিচের লিংক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে

সফটওয়্যার Developer-এরা ডাউনলোড করে নিন Microsoft Visual Studio 2013 Professional.

যারা সফটওয়্যার Developing শিখতে চান বা করেন তারা অবশ্যই জানেন যে Microsoft Visual Studio কি জিনিস, বা এটা কি কাজে প্রয়োজন হয়। ইন্টারনেটে এখন Microsoft Visual Studio যে Latest Version পাওয়া যায় টার নাম হচ্ছে Microsoft Visual Studio Professional 2013. এটি একটি Professional Software যার কারনে এটি বিনামুল্যে পাওয়া যায় না। কিন্তু Student-রা চাইলে সফটওয়্যারটির Student Version ব্যবহার করে দেখতে পারেন। যায় হোক সফটওয়্যারটির Professional বা Student Version নিচের লিংক থেকে ডাউনলোড করে নিয়ে ব্যবহার

ডাউনলোড করে নিন Adobe Acrobat XI Pro-এর সর্বশেষ Update।

আমরা অনেকেই Adobe Acrobat XI Professional সফটওয়্যারটি ব্যবহার করে থাকি। PDF ফাইল থেকে Microsoft Word, Excel, Power-point বা Microsoft Word, Excel, Power-point থেকে PDF তৈরি করার জন্য সফটওয়্যারটি ব্যবহার হয়ে থাকে। এছাড়া PDF ফাইল দেখার জন্যও সফটওয়্যারটি ব্যবহার হয়। যায় হোক সফটওয়্যারটি যখন ব্যবহার করা হয় তখন মাঝে মাঝে Update চেয়ে বসে। আজ আপনাদের সামনে কিভাবে সফটওয়্যারটির Offline Update ডাউনলোড করে আপনার পিসিতে Save করে রাখতে পারবেন তা দেখবো। Adobe Acrobat XI Professional সফটওয়্যারটির সকল Update নিচের লিংক থেকে ডাউনলোড

Viber ও Whatsapp ব্যবহার করতে পারছেন না, এই দিকে আসুন !!

আপনারা অনেকেই জানেন বাংলাদেশ সরকার নিরাপত্তাজনিত কারনে Viber ও Whatsapp ব্যবহার বন্ধ করে দিয়েছে। মানে আপনারা এখন আর Viber ও Whatsapp ব্যবহার করতে পারবেন না। কিন্তু যেকোনো একটি VPN (Virtual Private Network) সফটওয়্যার ব্যবহার করেই আপনি ইচ্ছা করলে এই সুবিধা দুইটি ব্যবহার করতে পারবেন। যারা VPN সফটওয়্যার সম্পর্কে জানেন না তাদের জন্য এতটুকু বলি এর মাধ্যমে আপনি আপনার IP Address কে Bounce করে অন্য দেশে Transfer করে নিতে পারবেন। যায় হোক সফটওয়্যারটি নিচের লিংক থেকে ডাউনলোড

Windows-8.1-এর জন্য ডাউনলোড করে নিন Adobe Flash Player (IE) ActiveX Plugin.

Windows 8.1 যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই একটা সমস্যা খেয়াল করেছেন যে Adobe Flash Player(IE) Latest Version Setup করা যাচ্ছে না। Windows 8.1-এর জন্য Microsoft এই সুবিধাটি বন্ধ করে দিয়েছে। Windows Update দিলে এই সমস্যা দূর হয়। কিন্তু যারা Crack Windows ব্যবহার করেন তারা Windows Update দিলে তো তাদের Windows-এরই ১২ টা বেজে যাবে। আবার Update হলেও এর Backup ফাইল খুজে সংরক্ষন করাটা খুবই কঠিন কাজ। আমি সমস্যাটা কিছুক্ষণের জন্য হলেও দূর করার চেষ্টা করছি। নিচের লিংক থেকে আপনারা Adobe Flash Player(IE) বা ActiveX

NetSpeedMonitor Pluin-এর মাধ্যমে আপনার Internet Speed Continuously পর্যবেক্ষণ করুন।

আপনারা অনেকেই যারা পিসিতে ইন্টারনেট ব্যবহার করেন তারা ইন্টারনেটের গতি পর্যবেক্ষণ করার জন্য নানারকম সফটওয়্যার ব্যবহার করে থাকেন। যেসকল সফটওয়্যার আপনারা ব্যবহার করে থাকেন তার মধ্যে বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে DU Meter. কিন্তু সফটওয়্যারটি ব্যবহার করতে গেলে একটি ঝামেলার সম্মুখিন হতে হয় সবাইকে। ঝামেলাটা হল সফটওয়্যারটি Crack করার প্রয়োজন হয়। আবার আপনি একটি Version Crack করার পর কিছুদিনের মধ্যেই সফটওয়্যারটির নতুন Version বাজারে চলে আসে। এক কথাই ঝামেলা আর ঝামেলা। যায় হোক সফটওয়্যারটি
র বিকল্প হিসেবে ইন্টারনেটে আরও একটি সফটওয়্যার পাওয়া যায়। যার নাম হচ্ছে Net Speed Monitor.

আপনার Facebook Account-টির Back Up ডাউনলোড করে নিন।

আপনি এই পোস্টটি দেখছেন, আমি ১০০% সিউর যে আপনি অবশ্যই ইন্টারনেট ব্যবহার করেন। আমি এটাও সিউর আপনি Facebook ব্যবহার করেন। না হলে এই পোস্টে ক্লিক করতেন না। যায় হোক মজা করলাম। আসল কথায় আসি। অনেক সময় দেখা যায় আপনার অনেক মূল্যবান ফেসবুক আইডি কোন কারনে Disable বা Block হয়ে গেছে। এখন কি করবেন? যদি এমন হত যে কোন রকম ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের Backup নেয়া থাকলো তাহলে কেমন হয়? আজ আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের Backup নিবেন। এর জন্য নিচের ধাপগুলো অনুস্মরণ করুন।
  1. প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে Login করুন।
  2. এরপর

আপনার পিসির সব সমস্যার সমাধান করুন AVG TuneUp Utility 2015 দিয়ে। সাথে থাকছে Product Key..

আমরা পিসিতে কাজ করার সময় অনেক Temporary ফাইল জমা হয়। যার ফলে কম্পিউটার ধীরে ধীরে অনেক Slow হয়ে যায়। তাই অনেকেই Temporary files ডিলিট করার জন্য Ccleaner বা অন্য কোন সফটওয়্যার ব্যবহার করে থাকি। আজ আপনাদের জন্য তাই এমন একটি Premium Software নিয়ে এসেছি যার মাধ্যমে Temporary File ডিলিট করা ছাড়াও আরও অনেক কাজ করতে পারবেন। আপনারা অনেকেই হয়ত Tune Up Utility Software সম্পর্কে জানেন। কিন্তু সফটওয়্যারটি ২০১৫-এর জন্য যে সফটওয়্যারটি তার নাম AVG Tune Up Utility 2015। এর মাধ্যমে আপনারা আপনাদের পিসি অনেক সমস্যার সমাধান করতে পারবেন। যেমনঃ- 
  1. Temporary Files Delete.
  2. Registry

আপনার ফেচবুকে Dislike Button যোগ করে নিন (শুধুমাত্র Firefox ব্যবহারকারিদের জন্য)।

যারা ফেচবুক ব্যবহার করেন তাদের অনেকেই Like বাটন সম্পর্কে জানেন। আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি ফেচবুকের জন্য Dislike বাটন। কিন্তু সমস্যা হচ্ছে এটি শুধুমাত্র Mozilla Firefox-এ কাজ করবে। Dislike বাটনটির কিছু সীমাবদ্ধতা রয়েছে। এটি এক্তি Firefox Plugin. যারা Facebook-এর Dislike Button ব্যবহার করতে চান তারা নিচের লিঙ্ক থেকে Plugins-টি ডাউনলোড করে নিন।
আশা করি বাটনটি আপনাদের ভাল লাগবে।

কোন সফটওয়্যারকে এমন ভাবে Uninstall করুন যেন এর কোন Backup ফাইল আপনার পিসিতে না থাকে।

আমরা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার সময় কোন কারনে সমস্যা হলে সফটওয়্যারটিকে আবার পুনরায় Default ফরম্যাটে নিয়ে আসার প্রয়োজন হয়। কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলোকে Uninstall করে আবার Install করলেই এসব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু কিছু সফটওয়্যার আছে যা এভাবে Default Format-এ ফিরিয়ে আনা সম্ভব হয় না। এর জন্য আবার পুনরায় আপনার পিসিতে Windows দেয়া লাগে। বিষয় টা আসলেই অনেক বিরক্তিকর। আজ তাই আপনাদের এই সমস্যা দূর করার জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে এসেছি যার মাধ্যমে খুব সহজেই আপনার যেকোনো সফটওয়্যার কে পুনরায় Default ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। আর কোন সফটওয়্যারকে Parmanently Uninstall করার জন্যও আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি

Ccleaner latest Version with Premium Key ডাউনলোড করে নিন।

Ccleaner সম্পর্কে আপনারা অনেকেই হয়ত জানেন। তারপরেও যারা জানেনা তাদের জন্য একটু বলি, এই সফটওয়্যারটির মাধ্যমে আপনি পিসির অপ্রয়োজনীয় File Delete করে পিসির জায়গা বাচাতে পারবেন। এখন বলি যারা জানেন তাদের জন্যও আরও একটি সংবাদ। সফটওয়্যারটির সাথে এখন নিয়ে নিন Premium Key। এর মাধ্যমে আপনি Ccleaner Auto monitor করতে পারবেন। এছাড়াও আপনি এর মাধ্যমে অপ্রয়োজনীয় ফাইল Delete করে আপনার পিসির Speed আগের থেকে বাড়িয়ে নিতে পারবেন। তাহলে দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন।
এখান থেকে Ccleaner এর Latest version ডাউনলোড করে নিন।
Ccleaner Latest version

জিতে নিন Iphone 5,6 / Nexus 7/Samsung Galaxy S4/ Xbox one ইত্যাদি, !! [ ১০০% নিশ্চিত ]

আমি যে পোস্টটি দিয়েছি এটা দেখে হয়ত অনেকটাই অবাক হয়েছেন। কিন্তু সিওর এটি কাজ করবেই। এর জন্য আপনাকে নিচের কাজ গুলো করতে হবে।
প্রথমে নিচের লিঙ্কে যেয়ে রেজিস্ট্রেশান করে নিন।
রেজিস্ট্রেশান করার সময় এটি আপানার ইমেইল Verification করবে। তারপর নিচের ধাপ গুলোর মাধ্যমে আপনি Credit উপার্জনের মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত Gift পেতে পারেন।
রেজিস্ট্রেশান Complete হউয়ার পর আপনাকে Credit উপার্জন করার জন্য ডান পাশের

Photoshop-এর মাধ্যমে সব ছবিতে Water Mark দেয়ার জন্য আলাদা ফাইল তৈরি করুন।

আমাদের অনেকেরই ছবিতে জলছাপ বা Water  Mark ব্যবহার করার প্রয়োজন হয়। আজ আপনাদেরকে সহজ একটি পদ্ধতিতে ছবিতে Water Mark দেয়া শেখাবো যার মাধ্যমে খুব সহজেই মাত্র কয়েকটি ক্লিক করেই আপনার পছন্দের ছবিতে খুব সহজেই দ্রুত জলছাপ বা Water Mark দিতে পারবেন। নিচের ভিডিওটির মাধ্যমে কিভাবে কাজটি করবেন টা শিখে নিন।

ডাউনলোড করে নিন Radio Foorti 88.0 fm-এর PC Software।

আমরা অনেকেই রেডিও ফুর্তি এর Mobile Version ব্যবহার করে থাকি। কিন্তু রেডিও ফুর্তি থেকে Officially কোন পিসি সফটওয়্যার বাজারে Release করেনি। আমি আপনাদের জন্য তাই নিজেই  Radio Foorti 88.0 fm-এর পিসি সফটওয়্যার তৈরি করেছি। মোবাইল সফটওয়্যার যেভাবে ব্যবহার করেন। ঠিক একই ভাবে আপনি এই সফটওয়্যারের মাধ্যমে  Radio Foorti 88.0 fm শুনতে পারবেন। দেশে বিদেশে সব জায়গা থেকে সফটওয়্যারটির মাধ্যমে  Radio Foorti শুনতে পারবেন। কিন্তু বাধ্যবাধকতামুলক ভাবে আপনার পিসিতে Internet Connection থাকতে হবে। নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

Software-টি আমি নিজেই তৈরি করেছি। তাই কেমন লাগলো একটু জানাবেন। আর Software-টিতে কোন সমস্যা থাকলে আমাকে জানাবেন।

Viber ডাউনলোড করে নিন আপনার ডেক্সটপের জন্য।

আমরা অনেকেই এখন কথা বলা বা File Sharing-এর জন্য Viber ব্যবহার করে থাকি। কিন্তু সাধারনত এই সফটওয়্যারটি Smartphone-এই বেশি ব্যবহার করা হয়। আজ আপনার দের জন্য আমি সফটওয়্যারটির পিসি Version নিয়ে এসেছি। কিন্তু পিসি Version ব্যবহার করতে হলেও আপনার অবশ্যই একটি Smartphone থাকতে হবে, আর সেই Smartphone-টিতে Viber Setup দেয়া থাকতে হবে। নাহলে আপনি আপনার পিসিতে Viber ব্যবহার করতে পারবেন না। যায় হোক নিচের লিঙ্ক থেকে Viber-এর Desktop Application-টি ডাউনলোড করে নিন।

আপনার Android ফোনটিকে পিসির মাধ্যমে খুব সহজেই Root করুন।

যারা Android মোবাইল ব্যবহার করেন, তাদের অনেক সময় নিজের ফোনটি Root করার দরকার হতে পারে। কিন্তু এই কাজটি করা খুব একটা সহজ নই। আজ আপনাদেরকে এমন একটি পিসি সফটওয়্যারেরে সাথে পরিচয় করিয়ে দেবো যার মাধ্যমে আপনার মোবাইলটি মাত্র ৫ মিনিটের মধ্যে Root করে ফেলতে পারবেন। প্রথমে নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
Kingo Root
এরপর সফটওয়্যারটি সেটআপ দিয়ে আপনার Android ফোনটি খুব দ্রুত Root করে নিন। আশা করি বাকি কাজ টুকু নিজেরাই করে নিতে পারবেন। কিন্তু যদি একেবারেই না পারেন তারা নিচের

ডাউনলোড করে নিন $৬.৯-এর Paid কল রেকর্ডার সফটওয়্যার Automatic Call Recorder Pro একদম ফ্রীতে।

অনেকেরই কল রেকর্ডার সফটওয়্যারের দরকার হয়। অনেকে অনেক ধরনের রেকর্ডার সফটওয়্যার ব্যাবহারও করে থাকেন। কিন্তু সফটওয়্যারটি মনের মত হয় না। আজ তাই আপনাদের জন্য অনেক সুন্দর এবং আপনাদের মনের মত একটি Call Recorder সফটওয়্যার নিয়ে এসেছি। যার দাম Google Play Store-এ ৬.৯ ডলার। সফটওয়্যারটি দিয়ে মনের মত করে খুব সহজেই আপনার কলটি রেকর্ড করতে পারবেন। নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে

কিভাবে নিজের আপনজনদের Track করবেন।(শুধুমাত্র Grameen Phone-এর জন্য)

পিতা-মাতা, বড় ভাই, বড় বোন বা অন্যান্য অভিভাবকেরা চাইলেই আপনার নিজের সন্তান, ছোট ভাই বা বোনদের-কে Track করতে পারবেন। এখন যে Tricks টি দেখাবো এতি শুধুমাত্র GrameenPhone নাম্বারের জন্য প্রযোজ্য। তবে আপনাকে আগে থেকে ওই সিম সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। অথবা তাকে কোন রকম ভাবে বুঝিয়ে সুজিয়ে তথ্য গুলো জোগাড় করে রাখতে হবে।
যেমনঃ- সিমটি কার নামে রেজিস্ট্রেশান করা, পরবর্তীতে সিমটিতে কিছু মেসেজ যাবে, এগুলো সংগ্রহ করে রাখা ইত্যাদি। 
এখন জেনে নিন কিভাবে এই কাজটি আপনি সম্পন্ন করবেন। এর জন্য প্রথমে আপনাকে নিচের লিঙ্কে যেয়ে ওই সিমটি যার তার নামে Ecare System-এ রেজিস্ট্রেশান করে নিতে হবে।
এখানে আপনি এরকম একটি ফর্ম দেখতে পাবেন। যে সিমটি আপনি Track করতে চান সেটি

অনেক দিনের স্বপ্নকে পুরন করে Hacking শিখুন সম্পূর্ণ বাংলায়।

যারা কম্পিউটার চালান তারা প্রত্যেকেই হ্যাকিং সম্পর্কে কিছু না কিছু জানেন। কিন্তু এটা জানেন না যে কিভাবে হ্যাকিং করতে হয়। অনেকেই হয়ত স্বপ্ন দেখেন আমি একজন হ্যাকার হবো। কিন্তু কিভাবে হ্যাকিং শিখবেন সে সম্পর্কে কোন Idea নেই। আজ আপনাদেরকে সাহায্য করার জন্য নিয়ে আসলাম সম্পূর্ণ বাংলাই হ্যাকিং টিউটেরিয়ালের বই। যার মাধ্যমে আপনি খুব সহজেই হ্যাকিং শিখতে পারবেন। এই বইটির মাধ্যমে আপনি নিচের কোর্স গুল শিখতে পারবেন।
  1. কিভাবে একটি Website হ্যাক করা যায়।

নিয়ে নিন Kaspersky Internet Security-এর ৯১ দিনের License.

আমাদের অনেকেরই পিসিতে Virus সমস্যার জন্য অনেক ধরনের Anti-Virus ব্যবহার করতে হয়। কিন্তু অনেকেই চিন্তা করেন ৮০০-৯০০/= টাকা খরচ করে Anti-virus ব্যবহার করা আমার পক্ষে হয়ত সম্ভব হবে না। আরে ভাই আমি তো আপনাদের জন্য আছি। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি Kaspersky Internet Security-এর ৯১ দিনের License Key একদম Free-তে। তবে আপনাকে শুধু একটু কষ্ট করে Kaspersky Internet Security টি ডাউনলোড করে নিতে হবে। নিচের লিঙ্কে যেয়ে আপনার Email Address দিয়ে Kaspersky Internet Security-এর ফ্রী Trail Version-টি ডাউনলোড করে নিন।
Kaspersky Internet Security
এবার সফটওয়্যারটি Setup দেয়ার পর আপনাদের জন্য আমি প্রথমে একটি ৪৫ দিনের