টেলিটক শিক্ষার্থীদের জন্য বর্ণমালা সিম নিয়ে আসছে। আসুন এই সিম ব্যবহার করলে করলে একজন শিক্ষার্থী হিসেবে আপনার সুবিধাগুলো কি কি একটু দেখে নিই বা কেন আপনি এই সিম ব্যবহার করবেন।
কল চার্জঃ
ডাটা প্লানঃ
- ৫০০ এমবি – ৭০ টাকা
- ১ জিবি – ১৩০ টাকা
- ৫ জিবি – ৪০০ টাকা
আসুন জেনে নিই কিভাবে আপনি সিমটি রেজিস্ট্রেশান করবেনঃ
যদি আপনি ঢাকাতে থাকেন তাহলে আপনি সরাসরি জাতীয় বইমেলা ২০১৫-এর টেলিটক প্যাভিলিয়ন থেকে সিমটি সংগ্রহ করতে পারবেন। এজন্য আপনার কাছে নিম্নোলিখিত প্রয়োজনীয় কাগজপত্র সাথে থাকা লাগবে।
- আপনার University বা College-এর ID Card-এর Photocopy.
- Original Copy-টিও সাথে রাখবেন দেখানোর জন্য।
- আপনার অথবা আপনার অভিভাবকের National ID Card-এর ফটোকপি।
- Student-এর দুই কপি পাসপোর্ট সাইজের ছবি।
যারা ঢাকাতে থাকেন না তারা যেকোনো জায়গা থেকেই রেজিস্ট্রেশান করতে পারবেন। এর জন্য আপনাকে প্রথমে নিচের ফর্মটি ডাউনলোড করে পুরন করতে হবে। ফর্মটি এই লিংকে পাবেন।
ফর্মটি পুরন করার পর এটি স্ক্যান করে bornomala@teletalk.com.bd তে ইমেল করতে হবে। এরপর ফর্মটি পুরন করার সময় আপনি Contact নাম্বারের জায়গাই যে নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারে জানিয়ে দেয়া হবে আপনি কবে সিমটি সংগ্রহ করতে পারবেন। লক্ষ্য রাখবেন ফর্মটি পুরন করার সময় আপনি কোন Customer Care থেকে সিমটি সংগ্রহ করবেন তা অনেক ভাল করে সিলেক্ট করবেন। এটি Tick mark দিয়ে সিলেক্ট করতে হবে।
সিমটি সরাসরি একুশে বইমেলা ২০১৫-এর টেলিটক প্যাভিলিয়ন থেকে সরাসরি সংগ্রহ করতে পারবেন। এর জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না।
সিমটি পাওয়ার জন্য রেজিস্ট্রেশানের সময়সীমা হচ্ছে একুশে বইমেলা ২০১৫-এর সময়সীমা পর্যন্ত। অর্থাৎ
(০১-০২-২০১৫ থেকে ২৮-০২-২০১৫) পর্যন্ত।
No comments:
Post a Comment