কিভাবে কোন Document বা অন্য কোথাও Symbol লিখবেন (যেমন- Ω, ∑, √, ∞, ∫, ≈, ≠, ß)

আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের Symbol টাইপ করার প্রয়োজন পড়ে। যেমন - Ω, ∑, √, ∞, ∫, ≈, ≠, ß, µ । এগুলো টাইপ করা খুব একটা সহজ কাজ নয়। অনেকেই হয়ত কষ্ট করে Microsoft Word ব্যবহার করে Symbol গুলো Copy Paste করে থাকি। এগুলো অনেকের কাছেই বিরক্তিকর লাগতে পারে। তাই আজ আপনাদের সহজ একটা পদ্ধতি শেখাবো।
এর জন্য কম্পিউটার এ Run চালু করে এখানে টাইপ করুন charmap
তাহলে আপনার সামনে Character Map নামে একটি Window খুলবে। আপনি এখানেই আপনার প্রয়োজনীয় সকল Symbol গুলো পাবেন। যারা Run চালু করতে পারেননা তারা কিবোর্ডে Windows+R প্রেস করে Run চালু করুন এবং তারপর charmap টাইপ করুন।

Mozilla Firefox-এর খুবই গুরুত্বপূর্ণ কিছু Addons ডাউনলোড করে নিন।

আজ আপনাদের জন্য Mozilla Firefox-এর খুবই গুরুত্বপূর্ণ কিছু Addons শেয়ার করলাম। যার মাধ্যমে আপনি খুব সহজেই মনের মত করে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। নিচে Addons গুলোর নাম  ও কাজ দেয়া হল।

Adblock Plus

Blocks annoying video ads on YouTube, Facebook ads, banners and much more.

Adblock Plus blocks all annoying ads, and supports websites by not blocking unobtrusive ads by default (configurable).

একটি মাত্র Double Click করেই মুছে ফেলুন সকল অপ্রয়োজনীয় ফাইল।

সাধারণত আমরা Run কম্যান্ডে যেয়ে %temp%, temp, prefetch, recent ইত্যাদিতে প্রবেশ করে পিসির অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে থাকি। কিন্তু এর জন্য আপনার অনেক সময় নষ্ট হয়। আর অতবেশি খাটতেও ইচ্ছা করে না। তাই আজ আপনাদের কে একটি Trick শেখাবো। যার মাধ্যমে একটি মাত্র Double Click করেই আপনি সমস্ত অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলতে পারবেন। এর জন্য প্রথমের Desktop-এ একটি Notepad খুলুন, এবং এঁটে নিচের লেখা Code গুলো Copy Paste করুন।

কোডঃ

cd\
COLOR 0A
ECHO DELETE ALL TEMP FILES
C:
CD %TEMP%