আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের Symbol টাইপ করার প্রয়োজন পড়ে। যেমন - Ω, ∑, √, ∞, ∫, ≈, ≠, ß, µ । এগুলো টাইপ করা খুব একটা সহজ কাজ নয়। অনেকেই হয়ত কষ্ট করে Microsoft Word ব্যবহার করে Symbol গুলো Copy Paste করে থাকি। এগুলো অনেকের কাছেই বিরক্তিকর লাগতে পারে। তাই আজ আপনাদের সহজ একটা পদ্ধতি শেখাবো।
এর জন্য কম্পিউটার এ Run চালু করে এখানে টাইপ করুন charmap
এর জন্য কম্পিউটার এ Run চালু করে এখানে টাইপ করুন charmap
তাহলে আপনার সামনে Character Map নামে একটি Window খুলবে। আপনি এখানেই আপনার প্রয়োজনীয় সকল Symbol গুলো পাবেন। যারা Run চালু করতে পারেননা তারা কিবোর্ডে Windows+R প্রেস করে Run চালু করুন এবং তারপর charmap টাইপ করুন।