আপনার Android মোবাইল দিয়ে DSLR Camera-এর মত ছবি তুলুন।

আমাদের অনেকেরই DSLR ক্যামেরা ব্যবহার করার শখ রয়েছে, কিন্তু এই মুহূর্তে একটি DSLR Camera কেনা আমাদের পক্ষে সম্ভব নয়। কারন একটি মোটামুটি মানের DSLR Camera কেনার জন্য দরকার প্রায় ৪০,০০০/= টাকা। যা আপনার কাছে এখন নাও থাকা একেবারেই অস্বাভাবিক নয়। কিন্তু এমন যদি হয় ছোট্ট একটি App ব্যবহার করেই আপনার Android মোবাইলের ক্যামেরাটিকে DSLR Camera-র মত বানিয়ে ফেলা যায় তাহলে কেমন হয়?
তাই আজ আপনাকে এমন একটি সফটওয়্যার দেবো যার মাধ্যমে আপনি আপনার Android মোবাইলটিকেই DSLR Camera মত বানিয়ে ফেলতে পারবেন। নিচের লিঙ্ক থেকে
সফটওয়্যারটি ডাউনলোড করে নিন এবং সফটওয়্যারটি ব্যবহার করে DSLR Camera-এর মত ছবি তুলুন।

No comments:

Post a Comment