এখান থেকে সরাসরি PSC (পি.এস.সি.) পরীক্ষার রেজাল্ট জানুন।

সাধারণত রেজাল্ট যেদিন প্রকাশ করা হয় সেদিন dperesult.teletalk.com.bd/dpe.php ওয়েবসাইটটি খুব ব্যস্ত থাকে। অনেকে ঢুকতেই পারেন না। তাদের জন্য এখান থেকে সবার থেকে আগে বোর্ড পরীক্ষার রেজাল্ট জানা যাবে।

কোন রকম Software ছাড়াই যেভাবে Pendrive-কে Bootable করবেন যেকোন Windows-এর জন্য।

 অনেকের CD-DVD ROM অনেক দিন ধরে কাজ না করা কারনে নষ্ট হয়ে যেতে পারে। কারন এখনকার সময়ে CD-DVD ROM-এর ব্যবহার অনেক কমে গেছে Pendrive-এর কারনে। কিন্তু যখন Windows দেয়ার প্রয়োজন হয় তখন CD-DVD ROM লাগেই। আর তখন যদি দেখেন যে CD-DVD ROM কাজ করছে না তাহলে কান দুটি দুশ্চিন্তাই গরম হয়ে যায়। এরকমটা আমার বহুবার হয়েছে। তাই আজ আপনাদেরকে দেখাবো কিভাবে Pendrive বা অন্য কোন USB Drive ব্যবহার করে খুব সহজেই পিসিতে Windows দিতে পারবেন। অনেকেই হয়ত বিষয়টি পারেন। তাই কষ্ট করে তাদেরকে পোস্টটি না পড়লেও হবে। কিন্তু ভুলে যেয়ে থাকলে একবার দেখে নিতে পারেন। আর যারা পারেন না তারা খুব মনোযোগ দিয়ে দেখুন।
  • প্রথমে আপনার কিবোর্ডে Windows+R প্রেস করুন।
  • এরপর Run মেনু চালু হলে এখানে cmd লিখে Enter প্রেস করুন।
  • তারপর cmd চালু হলে কোন কিছুর দিকে না তাকিয়ে এখানে লিখুন diskpart এবং Enter চাপুন।