পিসি বা ল্যাপটপের সবগুলো Driver Software ১০০% Surely Download করে নিন মাত্র ৩ টি ক্লিক করে।

আমরা বিভিন্ন কারনে পিসি বা ল্যাপটপের Driver Software গুলো হারিয়ে ফেলি। কিন্তু পরে ইন্টারনেটে অনেক ঘাঁটাঘাঁটি করেও আসল Driver Software মিলাতে পারি না। আমার আজকের এই পোস্ট সেই সকল ভাই বা বোনদের জন্য যারা তাদের পিসি বা ল্যাপটপের Driver Software হারিয়ে ফেলেছেন। সফটওয়্যারটি ডাউনলোড করার পর ঠিক মত সেটআপ দিয়ে patch করে নিন। যারা patch করতে পারছেন না তারা Video টি দেখে নিন কিভাবে Patch করতে হবে। তারপর সফটওয়্যারটি run করে আপনার কাংখিত Driver Software টি ডাউনলোড করে নিন।
নিচের লিঙ্ক থেকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করে নিন।

বিনা মূল্যে ডাউনলোড করে নিন প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত সকল বোর্ড বই।

আমরা অনেকেই আজ কম্পিউটার ব্যবহার করি। অনেকেরই ইচ্ছা হয় যদি বইটি পিসিতে PDF আকারে পড়তে পারতাম তাহলে হয়ত অনেক মজা হত। আবার অনেকেই এখন স্কুল কলেজ জীবন পার করে বিশ্ববিদ্যালয়ে পরাসনা করছি। এর মাঝেও আমদের অনেক সময় উচ্চ মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিকের কিছু বই দরকার হয়। কিন্তু পুরো বইটা হয়ত দরকার হয় না। সামান্য কিছু জিনিস মনে করে নেয়ার জন্য বই টা তখন খুব Emergency Necessary হয়ে উঠে। কিন্তু হাতের কাছে বইটি এখন পাওয়া সম্ভব না। তাই যদি কোন বইয়ের PDF ফাইল আপনার কাছে সংরক্ষিত থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার গুরুত্বপূর্ণ অংশটুকু দেখে নিতে পারবেন। তাই আপনাদের সাথে আজ বাংলাদেশ বোর্ড