আমরা বিভিন্ন কারনে পিসি বা ল্যাপটপের Driver Software গুলো হারিয়ে ফেলি। কিন্তু পরে ইন্টারনেটে অনেক ঘাঁটাঘাঁটি করেও আসল Driver Software মিলাতে পারি না। আমার আজকের এই পোস্ট সেই সকল ভাই বা বোনদের জন্য যারা তাদের পিসি বা ল্যাপটপের Driver Software হারিয়ে ফেলেছেন। সফটওয়্যারটি ডাউনলোড করার পর ঠিক মত সেটআপ দিয়ে patch করে নিন। যারা patch করতে পারছেন না তারা Video টি দেখে নিন কিভাবে Patch করতে হবে। তারপর সফটওয়্যারটি run করে আপনার কাংখিত Driver Software টি ডাউনলোড করে নিন।
নিচের লিঙ্ক থেকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করে নিন।