কি কি কারনে আপনার Brain (মস্তিষ্ক) ক্ষতিগ্রস্থ হচ্ছে তা জেনে নিন।

একটি মানুষের দেহের সব কয়টি অঙ্গপ্রত্যঙ্গই সরাসরি মস্তিস্কের সাথে সংযুক্ত। আর মস্তিষ্কের জন্য আমরা না জেনে অনেক ক্ষতিকর কিছু কাজ করে থাকি। যেগুলোর মাধ্যমে আমাদের মস্তিষ্ক সাংঘাতিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়ে থাকে। এরজন্য আমাদের এর প্রতিকার করার চেষ্টা করতে হবে।
এখন জেনে নিন কি কি করলে আপনার মস্তিষ্ক সাংঘাতিকভাবে ক্ষতিগ্রস্থ হবে।
  1. অসুস্থ শরীরে অতিরিক্ত কাজ।
  2. বুদ্ধিবৃত্তিক চিন্তার অভাব।
  3. কথা বেশি বলা, কম বলা।
  4. অপর্যাপ্ত ঘুম।
  5. মাথা ঢেকে ঘুমানো।

KBps ও Kbps এর মধ্যে পার্থক্য জানুন।

এই পোস্টটি আপনি দেখতে পারছেন! এর মানে আপনি অবশ্যই ইন্টারনেট ব্যবহার করেন। কিন্তু যখন আপনি Internet Connection নিয়েছেন তখন আপনাকে বলা হয়েছে আপনি 512Kbps Speed-এর Internet Connection বা অন্য যেকোনো Kbps-এর Connection নিয়েছেন। কিন্তু যখন আপনি যেকোনো ওয়েবসাইট থেকে কোন কিছু ডাউনলোড করেন আপনার Speed কিন্তু এই 512Kbps Speed-এর ৫ ভাগের ১ ভাগও দেখায় না। আপনি মনে মনে আপনার Operator-কে গালমন্দ করেন।
 
কিন্তু আমি আজ আপনাদেরকে জানাবো এতে তাদের কোন দোষ নেই। কারন তারা আপনাকে যে Speed বলেছে আপনি সেই Speed-ই পাচ্ছেন। কারন আপনাকে তারা যে Speed-এর কথা বলছে সেটি হচ্ছে কিলো বিট প্রতি সেকেন্ড এককে। আর আপনার ডাউনলোড Speed যেটা দেখাচ্ছে সেটি হচ্ছে কিলো বাইট প্রতি সেকেন্ড এককে। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ১বাইট=৮বিট। অর্থাৎ ১ কিলোবাইট = ৮কিলোবিট।