কোন সফটওয়্যারকে এমন ভাবে Uninstall করুন যেন এর কোন Backup ফাইল আপনার পিসিতে না থাকে।

আমরা অনেক সময় বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করার সময় কোন কারনে সমস্যা হলে সফটওয়্যারটিকে আবার পুনরায় Default ফরম্যাটে নিয়ে আসার প্রয়োজন হয়। কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলোকে Uninstall করে আবার Install করলেই এসব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু কিছু সফটওয়্যার আছে যা এভাবে Default Format-এ ফিরিয়ে আনা সম্ভব হয় না। এর জন্য আবার পুনরায় আপনার পিসিতে Windows দেয়া লাগে। বিষয় টা আসলেই অনেক বিরক্তিকর। আজ তাই আপনাদের এই সমস্যা দূর করার জন্য এমন একটি সফটওয়্যার নিয়ে এসেছি যার মাধ্যমে খুব সহজেই আপনার যেকোনো সফটওয়্যার কে পুনরায় Default ফরম্যাটে নিয়ে আসতে পারবেন। আর কোন সফটওয়্যারকে Parmanently Uninstall করার জন্যও আপনি এই সফটওয়্যারটি ব্যবহার করতে পারবেন। নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি