আমরা যারা পিসি ব্যবহার করি তারা অনেকেই হয়ত Core Processor ব্যবহার করে থাকি। যেমন Core 2 Duo, Dual Core, Core 2 Quad, এছাড়াও Generation Processor তো আছেই। যেমন Core i3, i5, i7 ইত্যাদি। কিন্তু মনে হয় ৯৫% ব্যবহারকারিই জানেন না কিভাবে Processor-এর সব গুলো Core ব্যবহার করে আপনার CPU থেকে সম্পূর্ণ Speed পাবেন। ভাই Core যদি সব কয়টা ব্যবহারই না করতে পারেন তাহলে Core Processor ব্যবহার করে লাভ কি? যদিও কিছু কিছু সফটওয়্যার আছে যেগুলো নিজে থেকেই সব গুলো Core ব্যবহার করার Settings Configure করা থাকে।