এই পোস্টটি আপনি দেখতে পারছেন! এর মানে আপনি অবশ্যই ইন্টারনেট ব্যবহার করেন। কিন্তু যখন আপনি Internet Connection নিয়েছেন তখন আপনাকে বলা হয়েছে আপনি 512Kbps Speed-এর Internet Connection বা অন্য যেকোনো Kbps-এর Connection নিয়েছেন। কিন্তু যখন আপনি যেকোনো ওয়েবসাইট থেকে কোন কিছু ডাউনলোড করেন আপনার Speed কিন্তু এই 512Kbps Speed-এর ৫ ভাগের ১ ভাগও দেখায় না। আপনি মনে মনে আপনার Operator-কে গালমন্দ করেন।
কিন্তু আমি আজ আপনাদেরকে জানাবো এতে তাদের কোন দোষ নেই। কারন তারা আপনাকে যে Speed বলেছে আপনি সেই Speed-ই পাচ্ছেন। কারন আপনাকে তারা যে Speed-এর কথা বলছে সেটি হচ্ছে কিলো বিট প্রতি সেকেন্ড এককে। আর আপনার ডাউনলোড Speed যেটা দেখাচ্ছে সেটি হচ্ছে কিলো বাইট প্রতি সেকেন্ড এককে। এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ১বাইট=৮বিট। অর্থাৎ ১ কিলোবাইট = ৮কিলোবিট। তাই আপনার যে Speed-টি ডাউনলোড করার সময় দেখাচ্ছে সেটি Kbps Speed-এর ৮ ভাগের ১ ভাগ। মানে সব কিছুই ঠিক আছে। এখন আপনি যদি ঐ Kbps Speed-এর ৮ ভাগের ১ ভাগের থেকেও কম Speed পান। তাহলে আপনার ইন্টারনেট কানেকশনে সমস্যা আছে। এর জন্য আপনি আপনার Operator-এর সাথে যোগাযোগ করতে পারেন। এখানে আমি কয়েকটি Speed-এর Kbps ও KBps Speed-এর মান উল্লেখ করলাম।
Internet connectivity | Download speed |
256 kbps | 31.3 KBps |
384 kbps | 46.9 KBps |
512 kbps | 62.5 KBps |
768 kbps | 93.8 KBps |
1 mbps ~ 1000kbps | 122.1 KBps |
No comments:
Post a Comment