কোন রকম Software ছাড়াই যেভাবে Pendrive-কে Bootable করবেন যেকোন Windows-এর জন্য।

 অনেকের CD-DVD ROM অনেক দিন ধরে কাজ না করা কারনে নষ্ট হয়ে যেতে পারে। কারন এখনকার সময়ে CD-DVD ROM-এর ব্যবহার অনেক কমে গেছে Pendrive-এর কারনে। কিন্তু যখন Windows দেয়ার প্রয়োজন হয় তখন CD-DVD ROM লাগেই। আর তখন যদি দেখেন যে CD-DVD ROM কাজ করছে না তাহলে কান দুটি দুশ্চিন্তাই গরম হয়ে যায়। এরকমটা আমার বহুবার হয়েছে। তাই আজ আপনাদেরকে দেখাবো কিভাবে Pendrive বা অন্য কোন USB Drive ব্যবহার করে খুব সহজেই পিসিতে Windows দিতে পারবেন। অনেকেই হয়ত বিষয়টি পারেন। তাই কষ্ট করে তাদেরকে পোস্টটি না পড়লেও হবে। কিন্তু ভুলে যেয়ে থাকলে একবার দেখে নিতে পারেন। আর যারা পারেন না তারা খুব মনোযোগ দিয়ে দেখুন।
  • প্রথমে আপনার কিবোর্ডে Windows+R প্রেস করুন।
  • এরপর Run মেনু চালু হলে এখানে cmd লিখে Enter প্রেস করুন।
  • তারপর cmd চালু হলে কোন কিছুর দিকে না তাকিয়ে এখানে লিখুন diskpart এবং Enter চাপুন।
  • DISKPART চালু হলে list disk লিখে Enter চাপুন।
  • এখানে আপনার HDD Drive এবং USB Drive গুলো দেখাবে।
  • এখন আপনি আপনার যে Drive টিতে Windows-এর Setup ফাইল নিতে চান সেটি Select করুন select Disk * লিখে। (*-এর পরিবরতে Drive-এর address-কৃত সংখ্যাটি হবে। উদাহরণ হিসেবে যদি আপনার Pendrive-টি Disk 1 হয় তাহলে লিখুন select disk 1) এটি অনেক গুরুত্বপূর্ণ। তাই খুবই সাবধানে আপনার Pendrive-টিই Select করবেন। অন্য কোন কিছু Select করলে আমি ও আমার ব্লগ কোন ভাবেই দায়ী থাকবো না। I and my blog cannot take any responsibility for this.
  • এরপর clean লিখে enter প্রেস করুন।
  • এবার create partition primary লিখে enter প্রেস করুন।
  • select partition 1 লিখে enter।
  • active লিখে enter।
  • format fs = ntfs quick লিখে enter।(যদি quick format না দিতে চান তাহলে শুধু fomat fs = ntfs লিখে enter প্রেস করুন।
  • ফরম্যাট শেষ হলে assign লিখে enter চাপুন।
  • এবার exit লিখে enter প্রেস করে DISKPART থেকে বের হয়ে যান। কিন্তু cmd Windows-টি Close করবেন না।

এবার আপনার Windows-এর Setup ফাইলগুলো যেকোনো একটি খালি Drive-এ copy করে বা ISO থেকে 7-zip-এর মাধ্যমে Extract করে আবার cmd তে এসে নিচের ধাপ অনুসরন করুন।
  • *: cd boot লিখে Enter প্রেস করুন।(*-এর পরিবর্তে যে Drive-এ Windows-এর Setup ফাইলটি Copy করে রেখেছেন সেই Drive-এর address কৃত Letter টি লিখুন। উদাহরণ হিসেবে যদি আপনার Copy কৃত Drive-টি D: Drive হয় তাহলে লিখুন D: cd boot)
  • আবার cd boot লিখে enter পেস করুন।
  • এবার bootsect.exe /nt60 *: লিখে enter চাপুন।(এখানে * এর পরিবর্তে আপনার Pendrive-এর address কৃত Letter টি লিখুন। উদাহরণ হিসেবে যদি আপনার Pendrive-টি O: Drive হয় তাহলে লিখুন bootsect.exe /nt60 O:)
  • ব্যাচ এবার Successful দেখালে আপনার সব কাজ প্রায় শেষ।

  • এবার আপনার Windows-এর Setup ফাইলগুলো ঐ Pendrive-এ Copy করে নিন।
এভাবেই কোনরকম Software ছাড়াই আপনার Pendrive Bootable করে নিন। এরপরও যদি বুজতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখে নিন।

No comments:

Post a Comment