
- প্রথমে আপনার কিবোর্ডে Windows+R প্রেস করুন।
- এরপর Run মেনু চালু হলে এখানে cmd লিখে Enter প্রেস করুন।
- তারপর cmd চালু হলে কোন কিছুর দিকে না তাকিয়ে এখানে লিখুন diskpart এবং Enter চাপুন।
- DISKPART চালু হলে list disk লিখে Enter চাপুন।
- এখানে আপনার HDD Drive এবং USB Drive গুলো দেখাবে।
- এখন আপনি আপনার যে Drive টিতে Windows-এর Setup ফাইল নিতে চান সেটি Select করুন select Disk * লিখে। (*-এর পরিবরতে Drive-এর address-কৃত সংখ্যাটি হবে। উদাহরণ হিসেবে যদি আপনার Pendrive-টি Disk 1 হয় তাহলে লিখুন select disk 1) এটি অনেক গুরুত্বপূর্ণ। তাই খুবই সাবধানে আপনার Pendrive-টিই Select করবেন। অন্য কোন কিছু Select করলে আমি ও আমার ব্লগ কোন ভাবেই দায়ী থাকবো না। I and my blog cannot take any responsibility for this.
- এরপর clean লিখে enter প্রেস করুন।
- এবার create partition primary লিখে enter প্রেস করুন।
- select partition 1 লিখে enter।
- active লিখে enter।
- format fs = ntfs quick লিখে enter।(যদি quick format না দিতে চান তাহলে শুধু fomat fs = ntfs লিখে enter প্রেস করুন।
- ফরম্যাট শেষ হলে assign লিখে enter চাপুন।
- এবার exit লিখে enter প্রেস করে DISKPART থেকে বের হয়ে যান। কিন্তু cmd Windows-টি Close করবেন না।
এবার আপনার Windows-এর Setup ফাইলগুলো যেকোনো একটি খালি Drive-এ copy করে বা ISO থেকে 7-zip-এর মাধ্যমে Extract করে আবার cmd তে এসে নিচের ধাপ অনুসরন করুন।
- *: cd boot লিখে Enter প্রেস করুন।(*-এর পরিবর্তে যে Drive-এ Windows-এর Setup ফাইলটি Copy করে রেখেছেন সেই Drive-এর address কৃত Letter টি লিখুন। উদাহরণ হিসেবে যদি আপনার Copy কৃত Drive-টি D: Drive হয় তাহলে লিখুন D: cd boot)
- আবার cd boot লিখে enter পেস করুন।
- এবার bootsect.exe /nt60 *: লিখে enter চাপুন।(এখানে * এর পরিবর্তে আপনার Pendrive-এর address কৃত Letter টি লিখুন। উদাহরণ হিসেবে যদি আপনার Pendrive-টি O: Drive হয় তাহলে লিখুন bootsect.exe /nt60 O:)
- ব্যাচ এবার Successful দেখালে আপনার সব কাজ প্রায় শেষ।
- এবার আপনার Windows-এর Setup ফাইলগুলো ঐ Pendrive-এ Copy করে নিন।
এভাবেই কোনরকম Software ছাড়াই আপনার Pendrive Bootable করে নিন। এরপরও যদি বুজতে সমস্যা হয় তাহলে নিচের ভিডিওটি দেখে নিন।
No comments:
Post a Comment