Windows 8 বা 8.1-এর জন্য .Net FrameWork 3.5 with 3.0 and 2.0 Activate করে নিন।

আমরা অনেকেই এখন Window 8 বা Windows 8.1 ব্যবহার করি। কিন্তু এই Operating System দুটিতে কিছু সফটওয়্যার চালাতে গেলে .Net Framework 3.5 with 3.0 and 2.0 Install চেয়ে নিচের মত একটি Windows Open হয়।
কিন্তু Install দিতে গেলে Internet Connection-এর প্রয়োজন হয়। যাদের Internet Connection থাকে না তারা সফটওয়্যারটি ব্যবহার করাই হয়তো বাদ দিয়ে দে
ন।
আজ আপনাদেরকে দেখবো খুব সহজেই কিভাবে Windows 8 বা 8.1-এর জন্য .Net Frame-works 3.5 with 3.0 and 2.0 Activate করবেন। এর জন্য আপনাকে প্রথমে Windows 8 বা 8.1 এর সেটআপ Disk-টি প্রয়োজন হবে। যদি Disk না থাকে সেক্ষেত্রে আপনি Windows 8 বা 8.1-এর ISO Image File ব্যবহার করতে পারেন। Microsoft Command Prompt-এ নিচের Command-টি Run করতে হবে।

Dism /online /enable-feature /featurename:NetFx3 /All /Source:F:\sources\sxs /LimitAccess

এখানে F: -এর জায়গাই আপনি আপনার Windows 8 বা 8.1-এর সেটআপ Disk-এর Location ব্যবহার করবেন।
সব কিছু ঠিক থাকলে নিচের মত  Screen দেখতে পাবেন।

এরপরও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে নিচের Video-টি দেখতে পারেন।

No comments:

Post a Comment