সাধারনত যারা Username এবং Password এর মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করে থাকেন, তারা Advance IP Scanner সফটওয়ারটির মাধ্যমে IP Change করে নেটের Speed বাড়াতে অসুবিধাই পড়েন। কিন্তু সত্যি বলতেকি আমি এখনো এমন কোন হ্যাকিং Tutorial খুজে পাইনি যার মাধ্যমে Username ও Password System-এর Broadband Service Provider-এর Speed হ্যাক করা যায়।। তবে নিচের Tutorial-টি দেখতে পারেন। আপনার Broadband-এর Speed আগের থেকে কিছুটা হলেও বাড়তে পারে।
- প্রথমের Windows+R চেপে Run চালু করুন।
- তারপর এখানে লিখুন gpedit.msc এবং Enter প্রেস করুন।
- তাহলে আপনার সামনে Local Group Policy Editor নামে একটি Window খুলবে।
- এরপর Computer Configuration-এর মধ্যে থেকে Administrative Template-এ প্রবেশ করুন।
- এখান থেকে Network এ Folder-এ প্রবেশ করুন।
- এবার এখানে QoS Packet Scheduler-এ প্রবেশ করুন
- এর মধ্যে Limit reservable bandwidth ফাইলটি Double ক্লিক করে এর মধ্যে ঢুকুন।
- এরপর এটি Enable করে নিচের থেকে Bandwidth Limit%-এর Value 0(শূন্য) করে দিন।
- সব শেষে Apply করে Ok করুন এবং আপনার কম্পিউটারটি একবার Restart দিন।
No comments:
Post a Comment