ক্রিকেট বিশ্বকাপ ২০১৫ এর Official Apps বের করেছে ICC. সফটওয়্যারটি Android ও IOS মোবাইলের জন্য তৈরি করেছে ICC. সফটওয়্যারটি বিনামুল্যে পাওয়া যাবে। এখন আসুন দেখে নেই সফটওয়্যারটির মাধ্যমে আপনি কি কি সুবিধা পাবেন।
১। বিশ্বকাপ ম্যাচ চলাকালীন প্রতি বলে সবার আগে লাইভ স্কোর আপডেট এবং কমেন্ট্রি।
২। বিশ্বকাপ এক্সক্লুসিভ ম্যাচ সমূহের ভিডিও এবং হাইলাইটস।
৩। অংশগ্রহনকারী পছন্দের ক্রিকেট দলের সকল নিউজ আপডেট।
৪। বিশ্বকাপ টুর্নামেন্টের সকল ধরনের পরিসংখ্যান
৫। বিশ্বকাপ ব্রেকিং নিউজ
২। বিশ্বকাপ এক্সক্লুসিভ ম্যাচ সমূহের ভিডিও এবং হাইলাইটস।
৩। অংশগ্রহনকারী পছন্দের ক্রিকেট দলের সকল নিউজ আপডেট।
৪। বিশ্বকাপ টুর্নামেন্টের সকল ধরনের পরিসংখ্যান
৫। বিশ্বকাপ ব্রেকিং নিউজ
৬। জনপ্রিয় ক্রিকেট তারকা ও ব্যক্তিত্বদের লেখা কলাম এবং সাক্ষাতকার
৭। বিশ্বকাপ ম্যাচের সময়সূচী (ফিকচার)
৮। প্রিয় দলকে ভোট দেওয়ার সুবিধা এবং জরিপের ফল
৯। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ২০১৫ নিয়ে আলোচনা।
(সূত্র: ICC Official Website)
Android ব্যবহার কারিরা সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
যারা Iphone ব্যবহার করেন তার সফটওয়্যারটি এখান থেকে ডাউনলোড করে নিন।
No comments:
Post a Comment