গত মাসে ৩০ জানুয়ারী Google ঘোষণা দিয়েছে যে Google Earth Professional সফটওয়্যারটি বিনামুল্যে যেকোনো ব্যবহারকারি ব্যবহার করতে পারবে। যে সফটওয়্যারটির দাম 400$. সফটওয়্যার বিনামুল্যে দেয়ার পর থেকে যেকোনো ব্যবহারকারিই এর সকল প্রোফেসনাল Feature ব্যবহার করতে পারবেন। এখন আসি কিভাবে 400$-এর সফটওয়্যারটি বিনামুল্যে ডাউনলোড করে ব্যবহার করবেন।
প্রথমে নিচের লিংকে যেয়ে ফর্মটি পূরণ করতে হবে।তাহলে আপনার ইমেইলে Username ও Key পাঠানো হবে। এবং তারপর আপনাকে এখান থেকেই ডাউনলোড লিংক দেয়া হবে। সফটওয়্যার আপনার পছন্দ মত Format-এ (যেমনঃ পিসি বা মোবাইল ভার্সন) ডাউনলোড করতে পারবেন।
এরপর সফটওয়্যারটি ডাউনলোড করার পর Setup দিয়ে, আপনার ইমেইলে পাওয়া Username ও Key বসিয়ে সফটওয়্যারটি উপভোগ করুন।
এখান থেকে ফর্মটি পূরণ করুন।
No comments:
Post a Comment