কিভাবে নিজের আপনজনদের Track করবেন।(শুধুমাত্র Grameen Phone-এর জন্য)

পিতা-মাতা, বড় ভাই, বড় বোন বা অন্যান্য অভিভাবকেরা চাইলেই আপনার নিজের সন্তান, ছোট ভাই বা বোনদের-কে Track করতে পারবেন। এখন যে Tricks টি দেখাবো এতি শুধুমাত্র GrameenPhone নাম্বারের জন্য প্রযোজ্য। তবে আপনাকে আগে থেকে ওই সিম সম্পর্কে কিছু তথ্য জানতে হবে। অথবা তাকে কোন রকম ভাবে বুঝিয়ে সুজিয়ে তথ্য গুলো জোগাড় করে রাখতে হবে।
যেমনঃ- সিমটি কার নামে রেজিস্ট্রেশান করা, পরবর্তীতে সিমটিতে কিছু মেসেজ যাবে, এগুলো সংগ্রহ করে রাখা ইত্যাদি। 
এখন জেনে নিন কিভাবে এই কাজটি আপনি সম্পন্ন করবেন। এর জন্য প্রথমে আপনাকে নিচের লিঙ্কে যেয়ে ওই সিমটি যার তার নামে Ecare System-এ রেজিস্ট্রেশান করে নিতে হবে।
এখানে আপনি এরকম একটি ফর্ম দেখতে পাবেন। যে সিমটি আপনি Track করতে চান সেটি
দিয়ে বাকি সব তথ্য ঠিক মত পুরন করবেন।

Verification Code এর ঘরে ইমেইল থেকে পাওয়া কোড বসান।

এরপর Registration has been completed successfully. A password has been sent to your mobile & also check your mail for more information দেখালে Email Verification করে নিন। এখন যদি সিমটি আপনার নিজের হয় তাহলে পাসওয়ার্ডটি আপনি নিজেই পেয়ে যাবেন। আর অন্য কার হলে তাকে বুঝিয়ে সুজিয়ে পাসওয়ার্ডটি নিয়ে নিন। এরপর নিচের লিঙ্কে যেয়ে ঐ সিমের নাম্বার আর পাসওয়ার্ডটি দিয়ে লগিন করুন। পেজটি এমন দেখবে

এবং Login করার পর একটি কোড আবার সিমটিতে পাঠানো হবে এটিও যোগাড় করে নিন।

ব্যাচ এখন আপনার সব কাজ প্রায় শেষ। এখন ঐ কোডটি দিয়ে আপনি তার কললিস্ট, সে কবে কখন কোন নাম্বারে এসএমএস আদান প্রদান করেছে, কবে কত টাকা ফ্লেক্সিলোড করেছে আরো অনেক তথ্য।

পোস্টটি ভাল লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন।

1 comment:

  1. অনেক ভাল লাগলো পোস্ট গুলো পড়ে। আশা করি সামনে আরও ভালো ভালো পোস্ট পাবো এই ব্লগ থেকে।

    ReplyDelete