Windows-8.1-এর জন্য ডাউনলোড করে নিন Adobe Flash Player (IE) ActiveX Plugin.

Windows 8.1 যারা ব্যবহার করেন তারা নিশ্চয়ই একটা সমস্যা খেয়াল করেছেন যে Adobe Flash Player(IE) Latest Version Setup করা যাচ্ছে না। Windows 8.1-এর জন্য Microsoft এই সুবিধাটি বন্ধ করে দিয়েছে। Windows Update দিলে এই সমস্যা দূর হয়। কিন্তু যারা Crack Windows ব্যবহার করেন তারা Windows Update দিলে তো তাদের Windows-এরই ১২ টা বেজে যাবে। আবার Update হলেও এর Backup ফাইল খুজে সংরক্ষন করাটা খুবই কঠিন কাজ। আমি সমস্যাটা কিছুক্ষণের জন্য হলেও দূর করার চেষ্টা করছি। নিচের লিংক থেকে আপনারা Adobe Flash Player(IE) বা ActiveX
-এর Windows Update-এর Backup ডাউনলোড করে নিতে পারবেন।
পেজটির নিচের দিকে ফাইলটির ডাউনলোড লিংক দেয়া আছে।

No comments:

Post a Comment