আপনারা অনেকেই যারা পিসিতে ইন্টারনেট ব্যবহার করেন তারা ইন্টারনেটের গতি পর্যবেক্ষণ করার জন্য নানারকম সফটওয়্যার ব্যবহার করে থাকেন। যেসকল সফটওয়্যার আপনারা ব্যবহার করে থাকেন তার মধ্যে বেশ জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে DU Meter. কিন্তু সফটওয়্যারটি ব্যবহার করতে গেলে একটি ঝামেলার সম্মুখিন হতে হয় সবাইকে। ঝামেলাটা হল সফটওয়্যারটি Crack করার প্রয়োজন হয়। আবার আপনি একটি Version Crack করার পর কিছুদিনের মধ্যেই সফটওয়্যারটির নতুন Version বাজারে চলে আসে। এক কথাই ঝামেলা আর ঝামেলা। যায় হোক সফটওয়্যারটি
র বিকল্প হিসেবে ইন্টারনেটে আরও একটি সফটওয়্যার পাওয়া যায়। যার নাম হচ্ছে Net Speed Monitor.
যারা DU Meter সম্পর্কে জানেন তারা বুজবেন সফটওয়্যারটি কি কাজে ব্যবহার হয় এবং কেমন করে কাজ করে। যারা জানেন না তাদের জন্য বলছি, সফটওয়্যারটি একটি Desktop Task-bar Plugin. যার কাজ হচ্ছে আপনার ইন্টারনেট Speed কেমন পাচ্ছেন অবিরাম ভাবে টা দেখানো। অনেকটা নিচের ছবির মত।
সফটওয়্যারটি Configure করা DU Meter-এর থেকেও অনেক সহজ। সব থেকে বড় ব্যাপার হচ্ছে সফটওয়্যারটি একদম ফ্রী। তাই কন Serial বা Crack-এর ঝামেলা নেই। নিচের লিঙ্ক থেকে আপনার Operating System-এর ধরন অনুসারে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
Net Speed Monitor
যারা DU Meter সম্পর্কে জানেন তারা বুজবেন সফটওয়্যারটি কি কাজে ব্যবহার হয় এবং কেমন করে কাজ করে। যারা জানেন না তাদের জন্য বলছি, সফটওয়্যারটি একটি Desktop Task-bar Plugin. যার কাজ হচ্ছে আপনার ইন্টারনেট Speed কেমন পাচ্ছেন অবিরাম ভাবে টা দেখানো। অনেকটা নিচের ছবির মত।
Net Speed Monitor
No comments:
Post a Comment