আপনি এই পোস্টটি দেখছেন, আমি ১০০% সিউর যে আপনি অবশ্যই ইন্টারনেট ব্যবহার করেন। আমি এটাও সিউর আপনি Facebook ব্যবহার করেন। না হলে এই পোস্টে ক্লিক করতেন না। যায় হোক মজা করলাম। আসল কথায় আসি। অনেক সময় দেখা যায় আপনার অনেক মূল্যবান ফেসবুক আইডি কোন কারনে Disable বা Block হয়ে গেছে। এখন কি করবেন? যদি এমন হত যে কোন রকম ভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের Backup নেয়া থাকলো তাহলে কেমন হয়? আজ আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টের Backup নিবেন। এর জন্য নিচের ধাপগুলো অনুস্মরণ করুন।
- প্রথমে আপনার ফেসবুক অ্যাকাউন্টে Login করুন।
- এরপর এই লিঙ্কে যান।
- তারপর Download Copy-তে ক্লিক করে আপনার ফেসবুক অ্যাকাউন্টের ব্যাকআপ তৈরি করুন।
- এর জন্য আপনার ই-মেইল পাসওয়ার্ড ঠিক মত দিয়ে ব্যাকআপ তৈরি করুন। আপনাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে।
- Backup তৈরি হয়ে গেলে আপনাকে Email-এর মাধ্যমে জানিয়ে দেয়া হবে।
- আপনার Email-এ আপনার ফেসবুকের Backup-এর ডাউনলোড লিঙ্ক দেয়া হবে।
- এই লিঙ্কের মাধ্যমেই আপনার ফেসবুক Backup-টি ডাউনলোড করে নিন।
Bah Bah
ReplyDelete