Viber ডাউনলোড করে নিন আপনার ডেক্সটপের জন্য।

আমরা অনেকেই এখন কথা বলা বা File Sharing-এর জন্য Viber ব্যবহার করে থাকি। কিন্তু সাধারনত এই সফটওয়্যারটি Smartphone-এই বেশি ব্যবহার করা হয়। আজ আপনার দের জন্য আমি সফটওয়্যারটির পিসি Version নিয়ে এসেছি। কিন্তু পিসি Version ব্যবহার করতে হলেও আপনার অবশ্যই একটি Smartphone থাকতে হবে, আর সেই Smartphone-টিতে Viber Setup দেয়া থাকতে হবে। নাহলে আপনি আপনার পিসিতে Viber ব্যবহার করতে পারবেন না। যায় হোক নিচের লিঙ্ক থেকে Viber-এর Desktop Application-টি ডাউনলোড করে নিন।

No comments:

Post a Comment