Java Developer-রা ডাউনলোড করে নিন NetBeans-এর Latest version

যারা Java Programming Language-এ Programming করেন তারা অনেকেই NetBeans ব্যবহার করে থাকেন। তবে অনেকেই বন্ধুদের কাছে থেকে NetBeans-এর পুরাতন কোন Version নিয়ে Java Development করে থাকেন। ফলে অনেক সময় তাদের Program-টি নতুন Version গুলো চলে না। চললেও বিভিন্ন রকম সমস্যা করে। আমি তাদের জন্য আজ NetBeans-এর সব সময়ের জন্য Latest Version ডাউনলোড করার লিঙ্ক শেয়ার করছি। নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন।

এখান থেকে NetBeans ডাউনলোড করে নিন।
NetBeans ব্যবহার করতে আপনার পিসিতে দুইটি Plugins লাগবে। এগুলো হচ্ছে Java SE

Java Developer-রা ডাউনলোড করে নিন Eclipse-এর Latest version

যারা Java Programming Language-এ Programming করেন তারা অনেকেই Eclipse ব্যবহার করে থাকেন। তবে অনেকেই বন্ধুদের কাছে থেকে Eclipse-এর পুরাতন কোন Version নিয়ে Java Development করে থাকেন। ফলে অনেক সময় তাদের Program-টি নতুন Version গুলো চলে না। চললেও বিভিন্ন রকম সমস্যা করে। আমি তাদের জন্য আজ Eclipse-এর সব সময়ের জন্য Latest Version ডাউনলোড করার লিঙ্ক শেয়ার করছি। আপনারা Eclipse-এর জন্য Eclipse IDE for Java and DSL Developers সফটওয়্যারটি ডাউনলোড করবেন। কারন এতে JAVA Development-এর জন্য প্রয়োজনীয় সব কিছুই আছে। নিচের লিঙ্ক থেকে সফটওয়্যার গুলো ডাউনলোড করে নিন।
এখান থেকে Eclipse ডাউনলোড করে নিন।

Eclipse ব্যবহার করতে আপনার পিসিতে দুইটি Plugins লাগবে। এগুলো হচ্ছে Java SE Development

নিয়ে নিন সবথেকে High-Speed-এ Torrent থেকে ডাউনলোড করার ক্ষমতা সমপন্ন সফটওয়্যার Torrent Monster

আমরা অনেকেই Torrent-এর মাধ্যমে ফাইল বা ফোল্ডার ডাউনলোড করে থাকি। কিন্তু এই ফাইল ডাউনলোড করার জন্য আমারা যেসকল সফটওয়্যার ব্যবহার করে থাকি তা পর্যাপ্ত ডাউনলোড Speed দিতে পারে না। আমি আপনাদের কে এমন একটি সফটওয়্যার দেবো যার মাধ্যমে আপনি Internet Download Manager(IDM)-এর মত ডাউনলোড Speed পাবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে Torrent Monster । এটি চালাতে আপনার পিসিতে Extra Feature হিসাবে Java Runtime Environment নামে একটা Plugins লাগবে। সফটওয়্যারটি নিচের লিঙ্ক থেকে পাওয়া যাবে।
Torrent Monster
এবং এখান থেকে আপনার Windows-এর System অনুযায়ী Java Runtime Environment  (JRE)

Torrent ফাইল কি এবং কেন?

Torrent ফাইল হচ্ছে ইন্টারনেটের PC to PC বা Mobile to PC বা Mobile to Mobile ফাইল বা ফোল্ডার শেয়ারিং সিস্টেম। এর মাধ্যমে পৃথিবীর যেকোনো জায়গার পিসি থেকে আপনার পিসি বা মোবাইলে ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। এটি Seed থেকে Peer to Peer সিস্টেমে ফাইল শেয়ারিং করে। যখন কোন Torrent ফাইল ডাউনলোড করার পর কোন সফটওয়্যারের মাধ্যমে তা ডাউনলোড করা হয় তখন আমরা দুইটা জিনিস লক্ষ্য করে থাকি। একটি হচ্ছে Seed আর একটি হচ্ছে Peer । Seed মানে ঐ পিসি কে বোঝায় যার কাছে সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড করা আছে। আর Peer মানে আপনার সাথে এখনো ঐ পিসি গুলো থেকে ডাউনলোড চলছে। এর মানে হচ্ছে যে Torrent ফাইলটির Seed সংখ্যা যত ভালো, তার মাধ্যমে আপনার ফাইলটি ডাউনলোড করা তত সহজ হবে। এখন আপনার পিসির থেকে কারো পিসিতে যদি বেশি পরিমাণ অংশ ডাউনলোড হয়ে যেয়ে থাকে তাহলে

ছোট্ট একটি সফটওয়্যার ব্যবহার করে আপনার CPU Fan-এর Speed বাড়িয়ে নিয়ে পিসিকে ঠাণ্ডা রাখুন।

অনেকেই হয়ত মনে মনে ভাবি ইস যদি আমার পিসি Fan-গুলোর Speed যদি একটু বাড়াতে পারতাম। তাহলে কি ভালই না হত। কিন্তু আপনি যদি এই ব্লগটি খুজে পেয়ে থাকেন তাহলে আপনার চিন্তার দিন ফুরিয়েছে। আজ আপনার সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটি নিয়ে হাজির হয়েছি যার মাধ্যমে আপনি আপনার CPU-এর Fan-এর Speed বাড়িয়ে নিতে পারবেন। আর এই সফটওয়্যারটি সব ধরনের পিসি বা ল্যাপটপেই কাজ করবে। নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।

যদি কেউ ফাইল ডাউনলোড করতে না পারেন, তাহলে এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে ফাইলটি ডাউনলোড করবেন।
How to download

কিভাবে সফটওয়্যারটি Configuration ঠিক করে নিবেন তা শিখে নিতে নিচের ভিডিওটি দেখে নিন।

Processor-এর সব গুলো Core ব্যবহার করে পিসির Speed বাড়িয়ে নিন।

আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার পিসির Processor-এর সব গুলো Core ব্যবহার করে পিসির Speed বাড়িয়ে নিবেন। এর জন্য আপনাকে নিচের ধাপ গুলো অনুসরন করতে হবে।
  • প্রথমে Windows+R প্রেস করে Run উইন্ডো চালু করুন।
  • এখানে msconfig লিখে Enter প্রেস করুন।
  • তারপর Boot মেনু থেকে Advanced Options-এ যান।
  • এখানে Number of Processor-এ টিক দিয়ে নিচে 4 Select করে OK করে দিন।

Driver Booster pro $22.5-এর সফটওয়্যার ডাউনলোড করে আপনার পিসির সমস্ত Driver update করে নিন একদম ফ্রীতে।

বিভিন্ন কারনে পিসি বা ল্যাপটপের Driver Software গুলো হারিয়ে গেলে পরে ইন্টারনেটে অনেক ঘাঁটাঘাঁটি করেও আসল Driver Software খুজে পাওয়া যায় না। আমার আজকের এই পোস্ট সেই সকল ভাই বা বোনদের জন্য যারা তাদের পিসি বা ল্যাপটপের Driver Software হারিয়ে ফেলেছেন। সফটওয়্যারটি ডাউনলোড করার পর ঠিক মত সেটআপ দিয়ে key দিয়ে সফটওয়্যারটি Active করে নিন।তারপর সফটওয়্যারটি run করে আপনার কাংখিত Driver Software টি ডাউনলোড করে নিন।
নিচের লিঙ্ক থেকে সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
এখান থেকে Key ফাইলটি ডাউনলোড করে নিন।

যদি কেউ ফাইল ডাউনলোড করতে না পারেন, তাহলে এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে ফাইলটি ডাউনলোড করবেন।
How to download

এখান থেকে সরাসরি PSC (পি.এস.সি.) পরীক্ষার রেজাল্ট জানুন।

সাধারণত রেজাল্ট যেদিন প্রকাশ করা হয় সেদিন dperesult.teletalk.com.bd/dpe.php ওয়েবসাইটটি খুব ব্যস্ত থাকে। অনেকে ঢুকতেই পারেন না। তাদের জন্য এখান থেকে সবার থেকে আগে বোর্ড পরীক্ষার রেজাল্ট জানা যাবে।

কোন রকম Software ছাড়াই যেভাবে Pendrive-কে Bootable করবেন যেকোন Windows-এর জন্য।

 অনেকের CD-DVD ROM অনেক দিন ধরে কাজ না করা কারনে নষ্ট হয়ে যেতে পারে। কারন এখনকার সময়ে CD-DVD ROM-এর ব্যবহার অনেক কমে গেছে Pendrive-এর কারনে। কিন্তু যখন Windows দেয়ার প্রয়োজন হয় তখন CD-DVD ROM লাগেই। আর তখন যদি দেখেন যে CD-DVD ROM কাজ করছে না তাহলে কান দুটি দুশ্চিন্তাই গরম হয়ে যায়। এরকমটা আমার বহুবার হয়েছে। তাই আজ আপনাদেরকে দেখাবো কিভাবে Pendrive বা অন্য কোন USB Drive ব্যবহার করে খুব সহজেই পিসিতে Windows দিতে পারবেন। অনেকেই হয়ত বিষয়টি পারেন। তাই কষ্ট করে তাদেরকে পোস্টটি না পড়লেও হবে। কিন্তু ভুলে যেয়ে থাকলে একবার দেখে নিতে পারেন। আর যারা পারেন না তারা খুব মনোযোগ দিয়ে দেখুন।
  • প্রথমে আপনার কিবোর্ডে Windows+R প্রেস করুন।
  • এরপর Run মেনু চালু হলে এখানে cmd লিখে Enter প্রেস করুন।
  • তারপর cmd চালু হলে কোন কিছুর দিকে না তাকিয়ে এখানে লিখুন diskpart এবং Enter চাপুন।

কিভাবে কোন Document বা অন্য কোথাও Symbol লিখবেন (যেমন- Ω, ∑, √, ∞, ∫, ≈, ≠, ß)

আমাদের অনেক সময় বিভিন্ন ধরনের Symbol টাইপ করার প্রয়োজন পড়ে। যেমন - Ω, ∑, √, ∞, ∫, ≈, ≠, ß, µ । এগুলো টাইপ করা খুব একটা সহজ কাজ নয়। অনেকেই হয়ত কষ্ট করে Microsoft Word ব্যবহার করে Symbol গুলো Copy Paste করে থাকি। এগুলো অনেকের কাছেই বিরক্তিকর লাগতে পারে। তাই আজ আপনাদের সহজ একটা পদ্ধতি শেখাবো।
এর জন্য কম্পিউটার এ Run চালু করে এখানে টাইপ করুন charmap
তাহলে আপনার সামনে Character Map নামে একটি Window খুলবে। আপনি এখানেই আপনার প্রয়োজনীয় সকল Symbol গুলো পাবেন। যারা Run চালু করতে পারেননা তারা কিবোর্ডে Windows+R প্রেস করে Run চালু করুন এবং তারপর charmap টাইপ করুন।

Mozilla Firefox-এর খুবই গুরুত্বপূর্ণ কিছু Addons ডাউনলোড করে নিন।

আজ আপনাদের জন্য Mozilla Firefox-এর খুবই গুরুত্বপূর্ণ কিছু Addons শেয়ার করলাম। যার মাধ্যমে আপনি খুব সহজেই মনের মত করে ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন। নিচে Addons গুলোর নাম  ও কাজ দেয়া হল।

Adblock Plus

Blocks annoying video ads on YouTube, Facebook ads, banners and much more.

Adblock Plus blocks all annoying ads, and supports websites by not blocking unobtrusive ads by default (configurable).

একটি মাত্র Double Click করেই মুছে ফেলুন সকল অপ্রয়োজনীয় ফাইল।

সাধারণত আমরা Run কম্যান্ডে যেয়ে %temp%, temp, prefetch, recent ইত্যাদিতে প্রবেশ করে পিসির অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে থাকি। কিন্তু এর জন্য আপনার অনেক সময় নষ্ট হয়। আর অতবেশি খাটতেও ইচ্ছা করে না। তাই আজ আপনাদের কে একটি Trick শেখাবো। যার মাধ্যমে একটি মাত্র Double Click করেই আপনি সমস্ত অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করে ফেলতে পারবেন। এর জন্য প্রথমের Desktop-এ একটি Notepad খুলুন, এবং এঁটে নিচের লেখা Code গুলো Copy Paste করুন।

কোডঃ

cd\
COLOR 0A
ECHO DELETE ALL TEMP FILES
C:
CD %TEMP%

পিসি বা ল্যাপটপের সবগুলো Driver Software ১০০% Surely Download করে নিন মাত্র ৩ টি ক্লিক করে।

আমরা বিভিন্ন কারনে পিসি বা ল্যাপটপের Driver Software গুলো হারিয়ে ফেলি। কিন্তু পরে ইন্টারনেটে অনেক ঘাঁটাঘাঁটি করেও আসল Driver Software মিলাতে পারি না। আমার আজকের এই পোস্ট সেই সকল ভাই বা বোনদের জন্য যারা তাদের পিসি বা ল্যাপটপের Driver Software হারিয়ে ফেলেছেন। সফটওয়্যারটি ডাউনলোড করার পর ঠিক মত সেটআপ দিয়ে patch করে নিন। যারা patch করতে পারছেন না তারা Video টি দেখে নিন কিভাবে Patch করতে হবে। তারপর সফটওয়্যারটি run করে আপনার কাংখিত Driver Software টি ডাউনলোড করে নিন।
নিচের লিঙ্ক থেকে ছোট্ট একটি সফটওয়্যার ডাউনলোড করে নিন।

বিনা মূল্যে ডাউনলোড করে নিন প্রথম শ্রেণী থেকে মাধ্যমিক শ্রেণী পর্যন্ত সকল বোর্ড বই।

আমরা অনেকেই আজ কম্পিউটার ব্যবহার করি। অনেকেরই ইচ্ছা হয় যদি বইটি পিসিতে PDF আকারে পড়তে পারতাম তাহলে হয়ত অনেক মজা হত। আবার অনেকেই এখন স্কুল কলেজ জীবন পার করে বিশ্ববিদ্যালয়ে পরাসনা করছি। এর মাঝেও আমদের অনেক সময় উচ্চ মাধ্যমিক বা নিম্ন মাধ্যমিকের কিছু বই দরকার হয়। কিন্তু পুরো বইটা হয়ত দরকার হয় না। সামান্য কিছু জিনিস মনে করে নেয়ার জন্য বই টা তখন খুব Emergency Necessary হয়ে উঠে। কিন্তু হাতের কাছে বইটি এখন পাওয়া সম্ভব না। তাই যদি কোন বইয়ের PDF ফাইল আপনার কাছে সংরক্ষিত থাকে তাহলে খুব সহজেই আপনি আপনার গুরুত্বপূর্ণ অংশটুকু দেখে নিতে পারবেন। তাই আপনাদের সাথে আজ বাংলাদেশ বোর্ড

ডাউনলোড করে নিন Format Factory সফটওয়্যার এবং যেকোনো Multimedia File কে যেকোনো Format-এ Convert করুন

আমরা অনেকেই পিসি থেকে মোবাইলে বা ওয়েবসাইটে কোন Video, Audio, Photo আপলোড করে থাকি। কিন্তু অনেক সময় সরাসরি ফাইলটি আপলোড করা যায় না। এজন্য আপনাকে ফাইলটি অন্য Format-এ কনভার্ট করতে হয়। আজ আপনাদেরকে এমন একটি কনভার্টার সফটওয়্যার দেবো যার মাধ্যমে সব ধরনের Multimedia File যেকোনো Format-এ কনভার্ট করতে পারবেন। শুধু তাইই নয়। এর মাধ্যমে আপনি যেকোনো Movie বা অন্য কোন Video থেকে আপনার ইচ্ছা মত Video-এর অংশটুকু কেটে নিতে পারবেন। সফটওয়্যারটির নাম হচ্ছে Format Factory।
এখান থেকে Format Factory সফটওয়্যারটি ডাউনলোড করে নিন।
Format Factory

যদি কেউ ফাইল ডাউনলোড করতে না পারেন, তাহলে এখান থেকে দেখে নিতে পারেন কিভাবে ফাইলটি ডাউনলোড করবেন।
How to download

Einstein-এর আপেক্ষিক তত্ত্ব সম্পর্কে বিস্তারিত জেনে নিন ।

আইনস্টাইনের ভর-শক্তির সমীকরণে (E=mc2) সম্পর্কের কথা আমরা সবাই কম-বেশি জানি!! এখানে Space, Time কে আপেক্ষিক হিসেবে ধরা হয়। এগুলো কিভাবে হয় তা হয়ত অনেকেই জানি না! জাফর ইকবাল স্যার-এর “থিওরি অব রিলেটিভিটি” বইটিতে অনেক সহজভাবে Theory of Relativity এর বিষয়গুলো আলোচনা করা হয়েছে। বইটার বাজার মুল্য ১৭৫ টাকা! কিন্তু আপনি এখানে বইটি ফ্রীতে পাবেন।
এই লিঙ্ক থেকে বইটি ফ্রীতে ডাউনলোড করে নিন।

Android ফোনের জন্য গুরুত্বপূর্ণ কিছু Code দেখে নিন।


আমরা এখন অনেকেই Android Phone ব্যবহার করি। কিন্তু এর কিছু Hidden Code আছে, যার মাধ্যমে আপনি সহজেই আপনার Android Phone-টির অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন।
Android Phone-এর গুরুত্বপূর্ণ কোড গুলো দেখে নিন।

Phone Information:
Just Dial *#*#4636#*#*

Wi-Fi MAC address:
 Just Dial *#*#232338#*#*

Bluetooth:
 Just Dial*#*#232331#*#*

এই ব্লগের Screen-এ যে ঘড়িটি দেখছেন; ঘড়িটি ডাউনলোড করুন পিসির Screen Saver হিসাবে।


অনেকেরই আমার ব্লগটির এই ঘড়িটি পছন্দ হয়েছে। তারা আমার সাথে ঘড়িটির ব্যাপারে জানতে চেয়েছেন এটি তার পিসিতে ব্যবহার করা যাবে কিনা। আজ তাদের জন্য ঘড়িটি নিয়ে এসেছি। এই ঘড়িটির নাম Hone Hone Clock। গুগলে সার্চ করলে ঘড়িটির ওয়েবসাইট প্লাগইন পাওয়া যায়। কিন্তু পিসির জন্য পাওয়াটা খুবই দুষ্কর। যারা ঘড়িটি ডাউনলোড করতে চান তারা নিচের লিঙ্ক থেকে ঘড়িটি ডাউনলোড করে নিন। ঘড়িটিকে আপনারা পিসির Screen Saver হিসেবে ব্যবহার করতে পারবেন।
এখান থেকে ঘড়িটি ডাউনলোড করে নিন।
এখান থেকে Zip ফাইলটির পাসওয়ার্ড ডাউনলোড করে নিন।

Horror গেম Enola (2014) ডাউনলোড করে নিন।

অসাধারন একটি গেম Enola (2014)। যারা Horror গেম পছন্দ করেন তাদের জন্য এটি অনেক সুন্দর মানের একটি গেম। গেমটি কেমন তা জানতে নিচের Trailer টি দেখুন। নিচের লিঙ্ক থেকে Game টি ডাউনলোড করে নিন।


অনলাইনে কুরআন শরীফ পড়ুন, সাথে সহিহ উচ্চারন ও যেকোন ভাষার অনুবাদ দেখুন।

প্রথমেই আমি মহান আল্লাহ-তায়ালার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই পোষ্টটিতে আমি যদি কোন ভুল করে থাকি, তাহলে তিনি যেন তার আল-গাফফার নামের উছিলাই আমাকে ক্ষমা করে দেন।

আজ আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেবো যার মাধ্যমে আপনি সরাসরি অনলাইনেই কুরআন শরীফ পড়তে ও শুনতে পারবেন। এর সাথে আপনি এই ওয়েবসাইটটিতে পাবেন অন্য যেকোনো ভাষার অনুবাদ। আমি দেরি না করে আপনাদের কে ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিচ্ছি।
উপরের লিঙ্ক থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। তারপর যে সূরাটি আপনার পড়ার বা জানার দরকার তাতে ক্লিক করুন। তাহলে আপনাকে Default হিসেবে আয়াত গুলোর ছবি দেখাবে। সাথে থাকবে Sahih International English Translation। এখন আপনি যদি উচ্চারন শুদ্ধ করে নিতে চান তাহলে, বামদিকে English মেনু থেকে Transliteration Option-এ টিক দিন। এরপর পেজটি Automatic Reload

Microsoft Office এর মধ্যে এখন পর্যন্ত সবথেকে সেরা Microsoft Office 2013 কে Crack, Keygen, Patch ছাড়াই Full Version করে নিন।

যাকে ছাড়া কম্পিউটারকে চিন্তাই করা যায়না এমন একটি সফটওয়্যার হচ্ছে Microsoft Office। আর এই Microsoft Office এর মধ্যে সেরা Version টি হচ্ছে Microsoft Office 2013/365। আজ আপনাদের দেখাবো কিভাবে এই Software টিকে কোন রকম Key, Crack, Keygen বা Patch ছাড়াই সরাসরি Full ভার্সনে রুপান্তর করবেন।
  1. প্রথমে Microsoft Office 2013-এর Trial Version সেটআপ দিন।
  2. তারপর সেটআপ দেয়া শেষ হলে, কীবোর্ড থেকে Windows Key+R চেপে Run command চালু করুন।

ডাউনলোড করে নিন IDM এর Latest ভার্সন। সাথে থাকছে এর Life time Patch ফাইল।

ইন্টারনেট থেকে কোন কিছু ডাউনলোড করতে গেলে IDM এর কোন বিকল্প নেই। কিন্তু এই সফটওয়্যারটি অনলাইনে ফ্রীতে পাওয়া যায় না। অনালাইনে কিছু Crack সহ IDM পাওয়া গেলেও দেখা যায় সেগুলো অনেক সময় কাজ করে না। তাই আজ আপনাদের সামনে IDM এর Lifetime Patch ফাইল নিয়ে হাজির হয়েছি। যার মাধ্যমে আপনি আপনার IDM কে Professional Edition বানিয়ে ফেলতে পারবেন। অন্য সব গুলোর মত এটিতে রেজিস্ট্রেশান সমস্যা দেখাবে না। শুধু IDM Setup করার পর ঠিকমত তথ্য দিয়ে Patch ফাইলটি দিয়ে IDM টিকে Patch করুন। তাহলে দেখবেন IDM এর আর রেজিস্ট্রেশান সমস্যা দেখাবে না।
এখান থেকে IDM-এর Latest version ডাউনলোড করে নিন।

ভিডিও টিউটোরিয়াল দেখে জাভা প্রোগ্রামিং(Java Object Oriented Programming) শিখুন

বর্তমান বিশ্বে সব থেকে বেশি যে প্রোগ্রামিং ল্যাংগুয়েজটি ব্যবহার হয় টা হচ্ছে জাভা। এর মাধ্যমে আপনি কম্পিউটারের সফটওয়্যার এবং এনড্রয়েড সফটওয়্যার তৈরি করতে পারবেন। তাই যারা প্রোগ্রামিং শিখতে চান তাদের জন্য আমি আজ নিয়ে এসেছি Java Object Oriented Programming এবং Android-এর সমস্ত টিউটোরিয়াল। মানে এই টিউটোরিয়াল গুলোর মাধ্যমে আপনি সম্পূর্ণ জাভা প্রোগ্রামিং (এনড্রয়েড সহ) শিখতে পারবেন। তাই দেই না করে টিউটোরিয়াল গুলো দেখে নিন।

Download করে ইন্টারনেট Speed পরিমাপ করার জন্য জনপ্রিয় সফটওয়্যার DU Meter। সাথে থাকে Crack Files

যারা ইন্টারনেট ব্যবহার করেন অনেকেই হয়ত জানেন DU Meter সম্পর্কে। তবুও আবার বলছি এটি এমন একটি সফটওয়্যার, যার মাধ্যমে আপনি আপনার Windows PC তে, Desktop-এর Task bar-এ সরাসরি আপনার ইন্টারনেট Speed দেখতে পারবেন। অনলাইনে সফটওয়্যার ফ্রী তে পাওয়া যায় না। তাই আমি আপনাদের এর সাথে সফটওয়্যারটির Crack files গুলো দিচ্ছি। তাই দেরি না করে এখুনি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিন Du Meter সফটওয়্যারটি এবং সাথে সাথেই আপনি এর Crack ফাইল টি পেয়ে যাবেন।
এখান থেকে Software টি ডাউনলোড করে নিন।

এই Blogspot থেকে কিভাবে কোন ফাইল ডাউনলোড করবেন।

প্রথমেই বলে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য যে, ব্লজ্ঞিং-এ আমি নতুন তাই অনেক ভুল করে লিখতে পারি। আশা করি আমার এই ভুল গুলো আপনারা ক্ষমার চোখে দেখবেন।

অনেকেই হয়ত ডাউনলোড করতে পারেন। কিন্তু যারা পারেননা তাদের জন্য এই পোস্ট।

প্রথমে কোন ডাউনলোড লিঙ্কে ক্লিক করলে একটা লিঙ্ক আসবে। যেখানে পেজটার শুরুতে দেখতে অনেকটা এইরকম,

Professional Software ব্যবহার করে ফিরিয়ে আনুন Delete হয়ে যাওয়া File.

আমরা অনেক সময় ভুল করে অনেক গুরুত্বপূর্ণ File Delete করে ফেলি। তখন মাথায় হাত দিয়ে হাই হাই করতে হয়। অনেক সময় গুরুত্বপূর্ণ অনেক ছবিও Delete করে ফেলি। আবার অনেক সময় ভুল করে Pen-drive বা Hard-disk এর কোন Partition Format করে ফেলি। ফলে হারিয়ে যায় অনেক গুরুত্বপূর্ণ কিছু File।

আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এমন একটি সফটওয়্যার যার মাধ্যমে আপনি Delete হয়ে যাওয়া File ফিরিয়ে আনতে পারবেন। তাই দেরি না করে এখুনি ডাউনলোড করে নিন Recover my Files সফটওয়্যারটি। এরসাথে বোনাস হিসেবে থাকছে এর Patch ফাইল।