অনলাইনে কুরআন শরীফ পড়ুন, সাথে সহিহ উচ্চারন ও যেকোন ভাষার অনুবাদ দেখুন।

প্রথমেই আমি মহান আল্লাহ-তায়ালার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এই পোষ্টটিতে আমি যদি কোন ভুল করে থাকি, তাহলে তিনি যেন তার আল-গাফফার নামের উছিলাই আমাকে ক্ষমা করে দেন।

আজ আপনাদের সাথে এমন একটি ওয়েবসাইটের পরিচয় করিয়ে দেবো যার মাধ্যমে আপনি সরাসরি অনলাইনেই কুরআন শরীফ পড়তে ও শুনতে পারবেন। এর সাথে আপনি এই ওয়েবসাইটটিতে পাবেন অন্য যেকোনো ভাষার অনুবাদ। আমি দেরি না করে আপনাদের কে ওয়েবসাইটটির লিঙ্ক দিয়ে দিচ্ছি।
উপরের লিঙ্ক থেকে ওয়েবসাইটটিতে প্রবেশ করুন। তারপর যে সূরাটি আপনার পড়ার বা জানার দরকার তাতে ক্লিক করুন। তাহলে আপনাকে Default হিসেবে আয়াত গুলোর ছবি দেখাবে। সাথে থাকবে Sahih International English Translation। এখন আপনি যদি উচ্চারন শুদ্ধ করে নিতে চান তাহলে, বামদিকে English মেনু থেকে Transliteration Option-এ টিক দিন। এরপর পেজটি Automatic Reload
নিবে। আপনি এখানে International Format-এ উচ্চারন দেখতে পাবেন। যদি আরবি ফন্ট দেখতে চান তাহলে Arabic মেনু থেকে with tashkeel বা without tashkeel-এ টিক দিন। তাহলে আপনাকে যথাক্রমে, with tashkeel বা without tashkeel এ আরবি লেখা দেখাবে। এখন যে ভাষার অনুবাদ চান নিচের দিকের Other Languages মেনু থেকে আপনার ভাষা সিলেক্ট করুন। তাহলে আপনাকে ঐ ভাষার অনুবাদ দেখাবে। আপনি যদি কুরআন শরীফ তিলোয়াত শুনতে চান তাহলে উপরের দিকে সূরাটির নামের নিচের Play Symbol-এ ক্লিক করুন। তাহলে ওয়েবসাইটটি থেকে আপনাকে Live কুরআন শরীফ তিলোয়াত করে শোনাবে।

উদাহরণ হিসেবে আমি এখানে সূরা ফাতিহার With tashkeel আরবি, International Format-এ উচ্চারন, বাংলা উচ্চারন এবং আরবি তিলোয়াত শোনার Screenshot দেখাচ্ছি।

Screenshot 1:




Screenshot 2:


 Screenshot 3:


যদি কোন রকম ভুলে করে থাকি তাহলে আমাকে মেসেজ করে জানাবেন। তাহলে, খুশি হবো। আমার দোষ গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

No comments:

Post a Comment