
Torrent ফাইল হচ্ছে ইন্টারনেটের PC to PC বা Mobile to PC বা Mobile to Mobile ফাইল বা ফোল্ডার শেয়ারিং সিস্টেম। এর মাধ্যমে পৃথিবীর যেকোনো জায়গার পিসি থেকে আপনার পিসি বা মোবাইলে ফাইল ডাউনলোড করে নিতে পারবেন। এটি Seed থেকে Peer to Peer সিস্টেমে ফাইল শেয়ারিং করে। যখন কোন Torrent ফাইল ডাউনলোড করার পর কোন সফটওয়্যারের মাধ্যমে তা ডাউনলোড করা হয় তখন আমরা দুইটা জিনিস লক্ষ্য করে থাকি। একটি হচ্ছে Seed আর একটি হচ্ছে Peer । Seed মানে ঐ পিসি কে বোঝায় যার কাছে সম্পূর্ণ ফাইলটি ডাউনলোড করা আছে। আর Peer মানে আপনার সাথে এখনো ঐ পিসি গুলো থেকে ডাউনলোড চলছে। এর মানে হচ্ছে যে Torrent ফাইলটির Seed সংখ্যা যত ভালো, তার মাধ্যমে আপনার ফাইলটি ডাউনলোড করা তত সহজ হবে। এখন আপনার পিসির থেকে কারো পিসিতে যদি বেশি পরিমাণ অংশ ডাউনলোড হয়ে যেয়ে থাকে তাহলে
Peer-এর মাধ্যমে আপনি সেখান থেকে আপনার ফাইলের বাকি অংশটুকু ডাউনলোড করতে পারবেন। এভাবেই Torrent ফাইলের মাধ্যমে ফাইল ডাউনলোড করা যায়।
অনলাইনে অনেক গুলো Torrent ফাইল ডাউনলোডার পাওয়া যায়। এর মধ্যে সব থেকে জনপ্রিয় সফটওয়্যারটি হচ্ছে µtorrent.
No comments:
Post a Comment