আজকে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনার পিসির Processor-এর সব গুলো Core ব্যবহার করে পিসির Speed বাড়িয়ে নিবেন। এর জন্য আপনাকে নিচের ধাপ গুলো অনুসরন করতে হবে।
- প্রথমে Windows+R প্রেস করে Run উইন্ডো চালু করুন।
- এখানে msconfig লিখে Enter প্রেস করুন।
- তারপর Boot মেনু থেকে Advanced Options-এ যান।
- এখানে Number of Processor-এ টিক দিয়ে নিচে 4 Select করে OK করে দিন।
- এবার Apply করে OK করে দিন এবং পিসি Restart দিন।
বিশেষ দ্রষ্টব্যঃ এই ব্লগে যে পোস্ট গুলো করা হয় তা আগে আমি নিজেই পরীক্ষা করি তারপর পোস্ট করি। তাই কারো কোন কিছু বুজতে সমস্যা হলে আমাকে Contact Form-এর মাধ্যমে জানানোর চেষ্টা করবেন। আর ভুল ত্রুটি গুলো ধরিয়ে দিলে আমি সত্যিই আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো।
No comments:
Post a Comment