Pendrive-এর Data Transfer Speed বাড়িয়ে নিন।

অনেকের Pendrive-এ Data Transfer Speed অনেক Slow থাকে। বিষয়টি আসলেই অনেক বিরক্তিকর। এর জন্য আপনারা অনেকেই চিন্তা করেন যদি Pendrive-এর Data Transfer Speed একটু বাড়ানো যেত তাহলে কত ভালো হত। সত্যি কথা বলতে কি এটি আপনার Pendrive-এর মডেলেই সমস্যা। যার কারনে আপনি আপনার Pendrive-এ আপনার মনের মত Speed পাচ্ছেন না। কিন্তু একেবারে হতাশ হওয়ার দরকার নেই। আমি আজ আপনাদের একটি Tricks শেখাবো। যার মাধ্যমে আপনারা আপনার Pendrive-এর Data Transfer Speed কিছুটা হলেও বাড়িয়ে নিতে পারবেন। এর জন্য নিচের ধাপ গুলো অনুস্মরণ করুন।
  1. Pendrive-টি সম্পূর্ণ রুপে Restore করুন।

  • প্রথমে আপনার কিবোর্ডে Windows+R প্রেস করুন।
  • এরপর Run মেনু চালু হলে এখানে cmd লিখে Enter প্রেস করুন।
  • তারপর cmd চালু হলে কোন কিছুর দিকে না তাকিয়ে এখানে লিখুন diskpart এবং Enter চাপুন।
  • DISKPART চালু হলে list disk লিখে Enter চাপুন।
  • এখানে আপনার HDD Drive এবং USB Drive গুলো দেখাবে।
  • এখন আপনি আপনার যে Drive টিতে Windows-এর Setup ফাইল নিতে চান সেটি Select করুন select Disk * লিখে। (*-এর পরিবরতে Drive-এর address-কৃত সংখ্যাটি হবে। উদাহরণ হিসেবে যদি আপনার Pendrive-টি Disk 1 হয় তাহলে লিখুন select disk 1) এটি অনেক গুরুত্বপূর্ণ। তাই খুবই সাবধানে আপনার Pendrive-টিই Select করবেন। অন্য কোন কিছু Select করলে আমি ও আমার ব্লগ কোন ভাবেই দায়ী থাকবো না। I and my blog cannot take any responsibility for this.
  • এরপর clean লিখে enter প্রেস করুন।
  • এবার create partition primary লিখে enter প্রেস করুন।
  • select partition 1 লিখে enter চাপুন।
  • active লিখে enter চাপুন।
  • format fs = ntfs লিখে enter চাপুন।
  • ফরম্যাট শেষ হলে assign লিখে enter চাপুন।
  • এবার exit লিখে enter প্রেস করে DISKPART থেকে বের হয়ে যান। কিন্তু cmd Windows-টি Close করবেন না।
 

   2. Pendrive-এ Disk Error আছে কিনা টা পরীক্ষা করুন।

  • প্রথমে আপনার Pendrive-এর Properties-তে যান।
  • এরপর এখান থেকে Tools মেনুতে যান।
  • এখানে Error-checking থেকে Check now... option-এ ক্লিক করুন।
  • এখন Check Disk Window আসলে এখানে সব গুলো Option-এ টিক দিয়ে Start বাঁটনে ক্লিক করুন।
  • সম্পূর্ণ Scan শেষ করুন।

 3. Device Policy ব্যবহার করুন।

  • এর জন্য Pendrive-টির Properties থেকে Hardware মেনুতে যান।
  • এখান থেকে আপনার Pendrive-টি Select করে Properties বাঁটনে ক্লিক করুন।
  • তাহলে একটি নতুন Window খুলবে। এখানে Policy মেনুতে যান।
  • নিচের দুইটা Option থেকে Better performance সিলেক্ট করে Ok করুন।

এভাবে আপনার Pendrive-এর Data Transfer Rate একটু হলেও বাড়বে।

No comments:

Post a Comment